দখিনের সময় রিপোর্ট:
দ্বাদশ সংসদ র্নিবাচনে বরিশাল-৫ তথা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বির উদ্দেশ্যে বলেছেন, মাঠে আসেন পরিচ্ছন্ন খেলা হবে। তিনি বলেন, এই মাটিতে আমার শিকড় অনেক শক্ত।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কালিবাড়ি রোডস্থ তাঁর বাড়িতে সমবেতদের উদ্দেশ্যে এ কথা বলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যই নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা পারমিশন দিয়েছেন বলেই আমি প্রার্থী হয়েছি। আমরা একশ’ ভাগ ফেয়ার নির্বাচন চাই। তিনি প্রশ্ন করেন, আমাকে নৌকা দিলে কেউ স্বতন্ত্র প্রার্থী হতো? হতো না। তখন নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো না। অন্য প্রসঙ্গে তিনি বলেন, কিছু নেতা আছেন যারা বেঈমান হতে পারেন। কিন্তু বাকী নেতা এবং কর্মী-জনতা ইমানদার। আমি তাদের ভালোবাসা পেয়েছি, অর্জন করেছি। সাম্প্রতিক কিছু ঘটনার দিকে ইঙ্গিত করে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, শান্ত বরিশালকে শান্ত রাখতে চাই। এ জন্যই আমরা শান্ত আছি। অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করার বিপরীতে আমরা যদি কেবল বলি ‘ধর’- তা হলে কী কাউকে খুঁজে পাওয়া যাবে! তিনি বলেন, আমরা বুক ফুলিয়ে হাটতে চাই না। মাথা নিচু করে হাটি।
বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ যে মার্কা পাবে সেটাকেই আমরা নৌকা বলে বিবেচনা করবো। কারণ নৌকা পাওয়া মাঝিকে নিয়ে আমাদের প্রশ্ন আছে। মানুষ তাকে গ্রহণ করে নাই। তিনি জনবিচ্ছিন্ন, নেতা বিচ্ছিন্ন এবং কর্মী বিচ্ছিন্ন। তিনি কাউকে ফোন করেও বলেননি, তিনি নির্বাচনে দাড়িয়েছেন। গত ১৫ বছরে তিনি কারো জন্য কিছু করেননি। বরিশালের জন্যও কিছু করেননি। এমনকি করোনার সময়ও মানুষের পাশে ছিলেন না। একমাত্র ছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ কে এম জাহাঙ্গীর ভোটারদের ভোট কেন্দ্রে আনার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা আওয়ামী লীগ ধরে রাখতে চাই। এবং সাদিকের বিজয় মানেই আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সেরনিয়াবাত সাদিক