Home আন্তর্জাতিক ভারতে প্রতি ঘণ্টায় তিনজন খুন, ‍এক বছরে ২৮ হাজার ৫২২

ভারতে প্রতি ঘণ্টায় তিনজন খুন, ‍এক বছরে ২৮ হাজার ৫২২

দখিনের সময় ডেস্ক:
২০২২ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতে হত্যাকান্ডের শিকার হয়েছেন মোট ২৮ হাজার ৫২২ জন। এই হিসেবে দেশটিতে গত বছর গড়ে প্রতিদিন ৭৮ জন এবং প্রতি ঘণ্টায় ৩ জন খুন হয়েছেন গত বছর। নিহতদের ৯৪ দশমিক ৪ শতাংশই প্রাপ্তবয়স্ক এবং এদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ। এছাড়া নারী নিহতের সংখ্যা ৮ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের সংখ্যা ৯ জন।
ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশের রেকর্ড অনুযায়ী, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৪৯১টি হত্যাকাণ্ড হয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় এই রাজ্যটিতে। ২ হাজার ৯৩০টি হত্যার ঘটনা নিয়ে এ তালিকায় উত্তরপ্রদেশের পরেই অবস্থান করছে বিহার। এছাড়া  তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (২ হাজার ২৯৫টি হত্যা), চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ (১ হাজার ৯৭৮টি হত্যা), ৫ম স্থানে রাজস্থান (১ হাজার ৮৩৪টি হত্যা) এবং ষষ্ঠ স্থানে আছে পশ্চিমবঙ্গ (১ হাজার ৬৯৬টি হত্যা)। তুলানমূলকভাবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গত বছর হত্যার সংখ্যা অনেক কম। গত বছর ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে কম হত্যা হয়েছে সিকিমে। ২০২২ সালের গোটা বছর মাত্র ৯টি হত্যা দেখেছে এই রাজ্যটিতে।
কম হত্যা দেখা রাজ্যগুলোর তালিকায় সিকিমের পরে রয়েছে যথাক্রমে নাগাল্যান্ড (২১টি হত্যা), মিজোরাম (৩১টি হত্যা), গোয়া (৪৪টি হত্যা) এবং মণিপুর (৪৭টি হত্যা)।  বছরজুড়ে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ স্টেশনগুলোতে আসা অভিযোগ যাচাই-বাছাই ও বিশ্লেষণের ভারতে প্রতি ঘণ্টায় ৩ হত্যা, নেপথ্যে কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments