নুরুল্লাহ ভূইয়া।।
যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম, পি বলেছেন , সর্বদা দুস্থ ও দুঃখী মানুষের মুখে হাসি দেখতে চান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দুস্থ দরিদ্র মা বোনেরা যাতে ঈদে নতুন শাড়ী পড়ে ঈদ উৎসব করতে পারে সে কারনেই শাড়ী দেয়া হয়েছে। তিনি
আজ( ৪মে) ভোলার চরফ্যাসনের দ্বীপ ইউনিয়ন মুজিব নগর,আহাম্মদপুর, নুরাবাদ, হাজারীগঞ্জ, জিন্নাগড় ও জাহানপুর ইউনিয়নে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শাড়ী বিতরন করার সময় পৃথক পৃথক অনুষ্ঠানে একথা বলেন ।
এর আগে এমপি জ্যাকব মুজিবনগর ইউনিয়নে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লী বিদ্যুতের সাব স্টেশন ও তেঁতুলিয়া নদীতে ১৮০ কোটি টাকার ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে এ সময় চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল অদূদ মিয়া,আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,জিন্নাগড় ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া,
হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সেলিম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।