Home নির্বাচিত খবর বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে: সিইসি

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে: সিইসি

দখিনের সময় ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করছে। তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে।’ সিলেটের ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে শনিবার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় সিইসি আরও বলেন, ‘নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী যখন মাঠে থাকবে, তখন তা সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। মানুষ নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা পাবে।’ নির্বাচনের দিন অপপ্রচার রোধে গণমাধ্যমকে ভূমিকা রাখার প্রতিও আহ্বান জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টায় জেলা সার্কিট হাউজে শুরু হওয়া মতবিনিময় সভায় জেলার ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। সিলেটের ৬টি আসনে এবার মোট প্রার্থী ৩৫ জন। পরে দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসির এই সফর বলে জানান সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments