Home বরিশাল বরিশাল-৫: হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

বরিশাল-৫: হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

দখিনের সময় রিপোর্ট:
নির্বাচনী কার্যালয়ে হামলা, কর্মী-সমর্থকদের ওপর হামলা, এজেন্টদের ভয়ভীতি দেখানো ও কেন্দ্র দখলকরার আশঙ্কার অভিযোগে বরিশাল সদর-৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে আমার প্রঋন নির্বাচনী কার্যলয় সেখানে কি বিভৎসভাবে হামলা করা হয়েছিল। আপনারা নিশ্চিই অবগত আছেন, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জারিকৃত (২৯/১২/২০২৩) গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ৫ জানুয়ারী শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ০৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, এমনকি শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতদসত্ত্বেও শুক্রবার আনুমানিক রাত ৭:৪৫ মিনিটের দিকে নৌকার শ্লোগান দিয়ে আনুমাণিক ১৫০ থেকে ২০০টি মটরসাইকেল নিয়ে বাটনা গ্রাম অতিক্রম করছিল, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “জেলা পরিষদ সদস্য মো. শহীদুল ইসলামের (ইতালী শহীদ) নেতৃত্বে সেই মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও তাদের মোটরসাইকেল মহড়ায় স্থানীয়দের মধ্যে ছিলেন শহীদ মোল্লা, হাফিজ মেম্বর, মামুন মৃধা, সোহেল অলুকদার, বাচ্চু আকন, কামাল আকন, আলতাফ হোসেন সহ আরো অনেকে৷ সেই মিছিল থেকে উপরোক্ত নামধারী সন্ত্রাসীরা আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। তখন কার্যালয় চত্ত্বরে নারী কর্মীরা নির্বচনী পরিবেশ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। নারী কর্মীরাও তাদের হামলা থেকে রক্ষা পাননি। হামলাকারীরা নারীদেরকে মারধোর করে৷ তাদের হামলায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন, বাটনা গ্রামের শ্রাবনী, পিতা: সেলিম হাওলাদার, মুকুল স্বামী: সুলতান মল্লিক, সুবর্না পিতা: সুলতান খা, তামীম পিতা: নাসির মোল্লা। চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রাই দুই আমলাকারীকে ধরে পুলিশে দিয়েছেন।” সালাহউদ্দিন রিপন বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। এ ঘটনার ভিডিওচিত্র আমার কাছে সংরক্ষিত আছে।
কেন্দ্র দখল হতে পারে অভিযোগ করে তিনি বলেন,  আমার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রার্থী সাবেক সামরিক কর্মকর্তা। শুধু তাই নন, তিনি বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসীদের সহযোগিতায় সকল ভোটকেন্দ্র দখলপূর্বক তিনি নির্বাচনে জয়লাভের পরিকল্পনা করেছেন। ইতোমধ্যেই যার বহি:প্রকাশ শুক্রবার রাতে আমার বাসভবন লাগোয়া প্রধান নির্বাচনী কার্যালয়ে ন্যক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি৷ পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে। এরূপ ভয়ংকর পরিস্থিতিতে ভোটাররা যাতে কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য ১৭৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কমলার রস খাওয়ার ৫ উপকারিতা জেনে নিন

দখিনের সময় ডেস্ক: ফলের রস আপনাকে সতেজ ও সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। যেসব ফলের রস আমরা নিয়মিত খেয়ে থাকি তার মধ্যে কমলার রস অন্যতম।...

সীমান্তে হত্যার পুনরাবৃত্তি বন্ধে ভারতের প্রতি আহ্বান

দখিনের সময় ডেস্ক: সর্বশেষ সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার বুধবার ভারতের সরকারকে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করার আহ্বান জানিয়েছে। সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত...

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রমজান, ৬৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাফেরার দেশে

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলিবিদ্ধ রমজান মিয়া ওরফের জীবন (২৬) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। জীবন একটি জুতার কারখানায় কাজ করতেন। বুধবার (৯...

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা

দখিনের সময় ডেস্ক: সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।...

Recent Comments