Home অন্যান্য নির্বাচিত খবর ২০১৮ সালের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

২০১৮ সালের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

দখিনের সময় ডেস্ক:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু তা হয়নি। আজ মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি, যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫ শতাংশ ভোট দিতে যায়নি, আর যারা অন্য দল করে তাদের ১ শতাংশ ভোটার ও ভোট দিতে যায়নি। বাসাইল-সখীপুরে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা চুরি করে তাহলে জাতি তাদের কাছ থেকে কি শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।
নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এক চোরের বিচার আরেক চোরের কাছে দিয়ে কি হবে। আমার জন্য রাষ্ট্রের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। বর্তমানে সংসদ আছে সংসদ সদস্যের কোনো মর্যাদা নাই, রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই, আমেরিকা এই নির্বাচন মেনে নিল কি নিল না সেইটা দেখার বিষয় না, তবে আমার দেশের মানুষ খুশি হলো কি না এইটা হলো বড় বিষয়, তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না। সরকার কোনো সস্তিতে নাই। নির্বাচন যদি ৭০ শতাংশ হত তাহলে ভালো হতো। কিন্তু কোথাও ২৫ শতাংশ ভোট হয়নি, সরকার সস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি যদি সত্যিকারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে, জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চাই না? তাহলে বলব আমি হেরে গেছি আর সঙ্গে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।’এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সহ-সভপতি কাজী জাকেরুল মাওলা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments