Home অন্যান্য নির্বাচিত খবর ২০১৮ সালের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

২০১৮ সালের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

দখিনের সময় ডেস্ক:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু তা হয়নি। আজ মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি, যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫ শতাংশ ভোট দিতে যায়নি, আর যারা অন্য দল করে তাদের ১ শতাংশ ভোটার ও ভোট দিতে যায়নি। বাসাইল-সখীপুরে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা চুরি করে তাহলে জাতি তাদের কাছ থেকে কি শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।
নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এক চোরের বিচার আরেক চোরের কাছে দিয়ে কি হবে। আমার জন্য রাষ্ট্রের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। বর্তমানে সংসদ আছে সংসদ সদস্যের কোনো মর্যাদা নাই, রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই, আমেরিকা এই নির্বাচন মেনে নিল কি নিল না সেইটা দেখার বিষয় না, তবে আমার দেশের মানুষ খুশি হলো কি না এইটা হলো বড় বিষয়, তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না। সরকার কোনো সস্তিতে নাই। নির্বাচন যদি ৭০ শতাংশ হত তাহলে ভালো হতো। কিন্তু কোথাও ২৫ শতাংশ ভোট হয়নি, সরকার সস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি যদি সত্যিকারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে, জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চাই না? তাহলে বলব আমি হেরে গেছি আর সঙ্গে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।’এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সহ-সভপতি কাজী জাকেরুল মাওলা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনলাইনে তরুণীদের প্রেমের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

দখিনের সময় ডেস্ক: অনলাইনে সম্পর্ক গড়ে টাকা খোয়ানো বা অ্যাপে বিনিয়োগ করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করে...

সন্ধ্যার নাস্তায় মুড়ি খান? জেনে নিন শরীরে কী ঘটছে

দখিনের সময় ডেস্ক: সন্ধ্যাবেলায় ক্ষুধা মেটাতে মাঝেমধ্যেই ঝালমুড়ি খান অনেকে। কিন্তু জানেন এর ফলে শরীরে কী হচ্ছে? কীভাবে মুড়ি খেলে পাবেন উপকার? এছাড়া, কখন মুড়ি...

ব্রিটেনে ভোটে এবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ

দখিনের সময় ডেস্ক: করতে গিয়ে হিমশিম খেতে হয় এমন সব কাজে এখন ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর মাধ্যমে প্রায় অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যে করা...

প্রতিদিন এক চামচ ঘি খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: ঘি তার স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। পোলাও, জর্দা, হালুয়া, বিরিয়ানি, কোর্মা, রোস্টসহ নানা মজাদার রান্নায় এই উপাদান ব্যবহার করা হয়। অনেকে...

Recent Comments