আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৯:০০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (ফেব্রুয়ারি /২০২৪) অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় পুলিশ কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
অফিসার-ফোর্সদের বিগত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। বিএমপি’তে কর্মরত ১) পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আব্দুস সালাম মল্লিক ২) এএসআই (সঃ) মোঃ দেলোয়ার হোসেন ৩) কনস্টেবল মোঃ জাহাঙ্গীর হোসেন ৪) কনস্টেবল মোঃ ফারুক মিয়াদেরকে এ সময় অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার প্রণয় রায়ের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) এস এম কামরুজ্জান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সমির সরকার সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
Post Views:
87