Home নির্বাচিত খবর নিয়ন্ত্রণহীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীরা, ‍একজনের চরম ধৃষ্টতা ‍

নিয়ন্ত্রণহীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীরা, ‍একজনের চরম ধৃষ্টতা ‍

আলম রায়হান ও সুকেসেনী মালাকার:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর‍া নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ ‍উঠেছে। দীর্ঘ দিন ধরে চলে আসা ‍এই অবস্থার নগ্ন প্রকাশ ঘটেছে সম্প্রতি ‍একটি বদলী আদেশকে অমান্য করার ঘটনাকে কেন্দ্র করে। শুধু তাই নয়, বদলী আদেশ ‍উপেক্ষা করে পদ আকড়ে থাকা ‍একজন নির্বাহী প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলীর ‍উপর দায় চাপিয়ে ‍এখতিয়ার বহির্ভূতভাবে অধিদফতরে‍ চিঠি পাঠিয়েছেন।
‍উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭ নির্বাহী প্রকৌশলী ও ৩ সহকারী প্রকৌশলীকে বদলীর প্রস্তাব ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ‍এ প্রস্তাব অপরিবর্তিতভাবে অনুমোদন করে মন্ত্রণালয়। ‍এবং ‍এ অনুসারে অধিদপ্তর থেকে বদলী আদেশ ‍ইস্যু করা হয়। ‍বদলী আদেশ অনুসারে ২৯ ফেব্রুয়ারি ছিলো দায়িত্ব হস্তান্তর ও বদলীকৃত পদে যোগদানের শেষ তারিখ। অন্যত্থায় অই তারিখ অপরাহ্নে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎখনিক অবমুক্ত হবেন বলে বদলী আদেশে ‍উল্লেখ রয়েছে। প্রচলিতভাবে যা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে পরিচিত। এই আদেশ ৭ কর্মকর্তা মানলেও মানেননি তিন নির্বাহী প্রকৌশলী। বদলী আদেশ অমান্যকারী নির্বাহী প্রকৌশলীরা হচ্ছেন খুলনার মোঃ আকমল হোসেন, চুয়াডাঙ্গার শেখ ফরিদ ও ঝিনাইদহের আমিনূল ইসলাম।

বদলী আদেশ অমান্যকারী তিন নির্বাহী প্রকৌশলী খুলনার মোঃ আকমল হোসেন, চুয়াডাঙ্গার শেখ ফরিদ ও ঝিনাইদহের আমিনূল ইসলাম।

বদলী আদেশ অমান্যকারী তিন জনের মধ্যে খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের ‍উপয় দায় চাপিয়ে ‍এখতিয়ার বহির্ভূতভাবে অধিদফতরে‍ চিঠিও পাঠিয়েছেন বলে নিশ্চিত হওয়াগেছে। সূত্র মতে, এ‍ই চিঠি নিয়ে অস্বস্তিতে আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বদলী আদেশ অমান্য করে খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেনের ধৃষ্টপূর্ন চিঠি

প্রধান প্রকৌশলী বরাবরে লেখা চিঠিতে খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন লিখেছেন, “বিষয়ঃ দায়িত্বভার হস্তান্তর ও গ্রহন থেকে বিরত থাকা সম্পর্কে অবগত করণ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের আলোকে সম্মানের সহিত জানানো যাচ্ছে যে, মহোদয়ের নিম্নস্বাক্ষরকারীকে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ থেকে বিরত থাকার জন্য ২৭/০২/২০২৪ খ্রিঃ তারিখ টেলিফোনিক নির্দেশনা প্রদান করেন। এমতাবস্থায়, মহোদয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করা হলো মর্মে সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

বজ্রপাত কি আগের চেয়ে বেড়েছে?

দখিনের সময় ডেস্ক: আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর–পশ্চিমাঞ্চলে বজ্রপাত বেশি ঘটে থাকে। গ্রীষ্মে এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ রকম পরিস্থিতির তৈরি হয়।...

বজ্রপাতে ৩৮ দিনে  ৭৪ জনের মৃত্যু

দখিনের সময় ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) জানিয়েছে, গত ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ জন কৃষকসহ অন্তত ৭৪ জনের মৃত্যু...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ইতিহাস সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন “আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

Recent Comments