Home অন্যান্য নির্বাচিত খবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দখিনের সময় ডেস্ক

নানা অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এমপিও বঞ্চিত বেসরকারী শিক্ষক/ কর্মচারী বিভাগীয় প্রতিরোধ কমিটি। শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এমপিও বঞ্চিত বেসরকারি শিক্ষক/কর্মচারি বিভাগীয় প্রতিরোধ কমিটির আহবায়ক আবদুল জববার খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

ঝালকাঠী জেলার নলছিটি, কাঠালিয়া, বরিশাল জেলার সদর , পিরোজপুর জেলার নেছারাবাদ সহ বরিশালের বিভিন্ন উপজেলার  ৬০০ স্কুলের ১৫০০ শিক্ষক বেতন ভাতা থেকে গত ৬ মাস থেকে তিনবছর পর্যন্ত বঞ্চিত হয়ে আছে বলে, বিক্ষুব্ধ শিক্ষকদের পক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। জুনিয়র পদ থেকে সিনিয়র পদ, বা এক স্কুল থেকে আরেক স্কুলে গেলে বিভাগীয় উপপরিচালক আনোয়ার হোসেনের কাছে  আটকে যাচ্ছে  ফাইল এর ফলে বেতন ভাতাও পাওয়া যাচ্ছেনা। তার হয়রানি ও অনিয়মের কারনে আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত-আমরা আমাদের সংসার চালাতে পর্যন্ত পারছি না বলে জানান তারা।

বরিশাল শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সম্পাদক আবুল কালাম আজাদ জানান, বেসরকারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা স্কেল পরিবর্তন বিষয়ে ৩৮ ধরনের কাগজপত্র লাগে। এর ফলে এই প্রক্রিয়াটি জটিলতর রুপ নিয়েছে। তুচ্ছ কারন দেখিয়ে আবেদনগুলি বাতিল করায় শিক্ষকরা অসহায় হয়ে পড়ে তাদের বেতন ভাতা আটকে থাকে। দেশের অন্যানন্য অঞ্চলে এই বিষয়টির সুরাহা হলেও বরিশাল বিভাগে এটি আটকে দেন উপপরিচালক। বিক্ষুব্ধ শিক্ষক  জামাল হোসেন জানান ‘ উপ পরিচালক এই ফাইলগুলি ওকে না করায় বাধ্য হয়ে ডিজি অফিসে ছোটাছুটি করে আমরা ২২ জনের ফাইল  ওকে করতে পেরেছি, কিন্তু এখনও প্রায় দেড়হাজার শিক্ষক এই সমস্যায় পড়েছে। উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাঅধিদপ্তর,বরিশাল অঞ্চল পরিচালক, প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন জানান,  হয়রানির বিষয়টা আমি শুনেছি। উপ পরিচালক আনোয়ার হোসেনের  কাছে হাইস্কুলের এতো ফাইল আটকে আছে এটা আমিও জানি না। তিনি জানান একজন শিক্ষক পূর্বে বেতন ভাতা পেতো-এখন কেন তাদের বেতন ভাতা বন্ধ থাকবে ? এটা কাম্য হতে পারে না। আমি এটি ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে তুলে ধরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments