Home মতামত যেন লাখো মানুষের অশ্রুপাতের কারন না হয়

যেন লাখো মানুষের অশ্রুপাতের কারন না হয়

আসুন একটা হিসেব মিলিয়ে দেখিঃ-

দেশে জনপ্রতিনিধি কতজন?

মেম্বার- ৪১১৩৯ জন

মহিলা মেম্বার- ১৩৭১৩ জন

ইউপি চেয়ারম্যান- ৪৫৭১ জন

উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ/মহিলা- ৯৮৪ জন

উপজেলা চেয়ারম্যান- ৪৯২ জন

পৌর মেয়র- ৩৩০ জন

এম,পি – ৩৫০ জন

 জনপ্রতিনিধির মোট সংখ্যা- ৬১,৫৭৯ জন।

এই ৬১৫৭৯ জন জনপ্রতিনিধির মাঝে মাত্র ১০/১৫জন চাল চোর, তেলচোর এতদিনে ধরা পড়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই দেশের মোট জনপ্রতিনিধিদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু খুব একটা বড় নয়।  তারপরও ইতিমধ্যে ৩ জন বরখাস্ত হয়েছে। যা প্রমানকরে বাকি গুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেসব মামলায় চুরি প্রমান হলে তাদেরও শাস্তিসহ বরখাস্ত করা হবে। সেটা দু’দিন আগে অথবা পরে। জাতির এই চরম দুঃসময়ে মানুষের পাশে সরকারি সাহায্যের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন কিছু মহান হৃদয়ের মানুষ।

 আমাদের উপলব্ধি করা উচিৎ, দেশটা গরিব। একটা এলাকায় যেখানে ৫০০ মানুষের ত্রাণ দরকার, সেখানে হয়তো সরকারি সহায়তা গেছে মাত্র ২০০ জনের জন্য। এ কারণে যারা পাচ্ছে না তাদের ক্ষোভ গিয়ে পড়ছে বিতরণ কাজে জড়িতদের ওপর। সমালোচনা মুখর হয়ে বলছেন, চুরি করেছে বলেই পাইনি। আবার এই ক্ষোভ সামাল দিতে বন্টনের দায়িত্বে যারা থাকেন তারা ২০০ জনের সাহায্য তিন অথবা চারশ’ জনের মধ্যে ভাগ করে দিচ্ছেন। এতে সরকারি বরাদ্দের অর্ধেক করে হাতে পাচ্ছেন প্রত্যেকে।

এজন্যও তাদের বিরুদ্ধে অর্ধেক পরিমান সাহায্য চুরির অভিযোগ উঠছে। এসব অভিযোগ তুলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, তারা সবাই কি আসলেই চুরি করছেন? আমাদের ভুললে চলবে না, বিচ্ছিন্ন এক বা দু’টি ঘটনার ফলাও প্রচার যে নেতিবাচক সামাজিক ধারণার জন্ম দিচ্ছে তার কূফল কিন্তু এই সমাজের ওপরই পড়ে।  সরকারকে নাজেহাল করাই যেন লক্ষ্য না হয়।  তাতে সরকারি ও বেসরকারি জনহিতকর মানবিক উদ্যোগ স্তিমিত হয়ে যায়। হিতে বিপরীত হয়। তারমানে এই নয় যে চোরের পক্ষে কথাগুলো বলছি।

চোরকে অবশ্যই চোর বলব। সুনির্দিষ্ট চুরিকে চিহ্নিত করে তার ফয়সালা কি হলো সেদিকে নজরদারি করব। কিন্তু ঢালাভাবে অপবাদ দিতে প্রচারনা নয়। বুঝতে হবে, এর মাধ্যমে আমরা কারও উপকার করছি না। তাই আসুন বিবেকবান মানুষ হিসেবে অগ্রপশ্চাৎ ভেবে আচরণ করি। আমাদের অসচেতন কোন কাজ যেন লাখো মানুষের অশ্রুপাতের কারন না হয়।

লেখক, সিনিয়র সাংবাদিক। রচনাকাল:  ৩ মে ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments