Home শীর্ষ খবর একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একবার আত্মহত্যা করেতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন তিনি। আসলে আমার মনে হয়, প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে, যখন তার আত্মহত্যা করার প্রবল ইচ্ছে জাগে। কিন্তু ওই সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয়, আত্মহত্যা হলো সবচেয়ে বোকামিপূর্ণ কাজ।
বাইডেন বলেন, আমার প্রথম স্ত্রী নিহত হওয়ার মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। সারাক্ষণ বিষন্ন থাকতাম। এক রাতে মদ্যপ অবস্থায় আমার মনে হলো এই জীবনের কোনো অর্থ নেই। এ কথা মনে হওয়ার কিছুক্ষণের মধ্যে ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ আমার মনে হলো, আমার দু’টি ছোটো সন্তান আছে। যদি আমি আত্মহত্যা করি, তাহলে তাদের দেখাশোনা করার কেউ থাকবে না। সন্তানদের মুখ চোখের সামনে ফেসে ওঠামাত্র আমি আবার বাড়ি ফিরে এলাম।
১৯৪২ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া বাইডেন আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৬ সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রীর নাম ছিলো নেইলিয়া হান্টার। এই দম্পতির তিন সন্তান ছিল— জোসেফ আর. বিউ বাইডেন, রবার্ট হান্টার বাইডেন এবং নাওমি ক্রিস্টিনা অ্যামি বাইডেন। ১৯৭২ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন নেইলিয়া এবং তাদের কন্যাসন্তান অ্যামি। দুর্ঘটনার সময় গাড়িতে বিউ এবং হান্টারও ছিলেন, তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় বেঁচে যান তারা। কাকতালীয়ভাবে ওই বছরই মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য নির্বাচিত হন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেনই সবচেয়ে কম বয়সে সিনেটের সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ডটি এখনও বাইডেনের অধিকারে। মাত্র ৩০ বছর বয়সে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে বাইডেন জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দুই ছেলে বিউ এবং হান্টারকে একাই বড় করেছেন তিনি। পাশাপাশি সিনেটর হিসেবে রাজনৈতিক দায়িত্বও পালন করেছেন। পরে ১৯৭৮ সালে জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন তিনি। বিয়ের পর তার নাম হয় জিল বাইডেন। বাইডেন জানান, সিনেটের সদস্য হওয়ার আগে একবার কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারাগারেও যেতে হয়েছিল তাকে।
সাক্ষাৎকারে হাওয়ার্ড স্টার্ন তাকে শৈশবের কোনো স্মৃতিচারণের অনুরোধ জানালে বাইডেন বলেন,  আমি ছোটোবেলায় কিছুটা তোতলা ছিলাম। আমার বয়স যখন আট কিংবা নয়, একদিন গির্জায় একজন নান আমার তোতলামি নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করছিল। আমার মায়ের চোখে তা পড়তেই তিনি আমার দিকে ছুটে আসেন এবং ওই নানকে রীতিমত কঠোর স্বরে বলেন, ‘যদি তুমি এরপর কখনও আমার ছেলের সঙ্গে এমন ঠাট্টা করো, তাহলে তোমার মাথার কাপড় আমি টেনে ছুড়ে ফেলে দেবো, বুঝেছো? নিজের পূর্বসূরি আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ট্রাম্প আসলে আমার সঙ্গে মজা করে, কিন্তু মুখোমুখি লড়াই করতে ভয় পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments