Home বরিশাল বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) বিজয়ী হয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস)। বুধবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল সদর চেয়ারম্যান পদে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নগর আওয়ামীলীগের সদস্য এসএম জাকির হোসেন ১৭ হাজার ৪১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া আরেক চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন (আনারস) ১৪ হাজার ১৪১ ভোট ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মধু (ঘোড়া প্রতীক) ১১ হাজার ২৭০ ভোট পেয়েছে। চেয়ারম্যান পদের আরেক প্রার্থী বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি (দোয়াত-কলম) পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থীর মধ্যে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহিদুর রহমান মাহাদ (বই) ২৪ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। এছাড়া বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ (উড়োজাহাজ) ৫ হাজার ৪৭৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএস হাদিস মীর (মীর টিউবওয়েল) ৮ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস) ৪১ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেহার বেগম (হাঁস) ১৬ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। রাজনৈতিক পরিচয় ছাড়াই অংশ নিয়ে মারিয়া আক্তার (ফুটবল) পেয়েছেন ১০ হাজার ৩২২ ভোট। এ উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৭০ হাজার ৫০০টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৩২টি। মোট ৭৪ হাজার ৪৩২টি ভোট গ্রহণ হয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৫ হাজার ২৯৯টি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমরা সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করেছি। কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করেছি। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments