Home নির্বাচিত খবর মনোজকে ‘পর্ন-তারকা’ বলে সম্বোধন করা হয়েছে শুরুর দিকে

মনোজকে ‘পর্ন-তারকা’ বলে সম্বোধন করা হয়েছে শুরুর দিকে

দখিনের সময় ডেস্ক:
বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একসময় তাকে নীল ছবির তারকা হিসেবে সম্বোধন করা হয়েছে। কিন্তু এক সময়ে নানা তির্যক মন্তব্য শুনতে হয়েছে মনোজকে। তার চেহারা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
ছবির ‘ভিখু মাত্রে’ পর্ন তারকা হয়ে গিয়েছে’। এটা শুনে খুব আঘাত লেগেছিল। এত নোংরা কথা লেখার কারও অধিকার নেই। ছবি নিয়ে কথা বলুন। আমি কেমন কাজ করলাম, সেটা বলুন। আমি এমন কিছুই করিনি, যার জন্য এটা আমায় শুনতে হবে। তার পর থেকে আমি যা যা কাজ করেছি সেগুলোই আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে।’ ‘জুবেইদা’ (২০০১) ছবিতে ‘মহারাজা’ চরিত্রে অভিনয় করার সময় চেহারা নিয়ে নানারকম কটাক্ষের শিকার হয়েছিলেন মনোজ। তিনি বলছেন, ‘কয়েকজন সমালোচক লিখেছিলেন, ‘ওর অভিনয় ভালো। কিন্তু চেহারা একদমই মানায়নি। ওকে রাজকুমারের মতো দেখতে নয়।’ আমি এদের খুবই প্রগতিশীল ও উদার ভাবতাম। কিন্তু এরা খুবই বর্ণবিদ্বেষী।
বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। নতুন ছবি ‘ভাইয়া জি’ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। মনোজের অভিনয় দর্শক ও সমালোচক, দুই মহলেই ব্যাপক প্রশংসিত। কিন্তু এক সময়ে নানা তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব স্মৃতিই প্রকাশ্যে আনলেন মনোজ। আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, অনেকেই ‘জুবেইদা’তে আমার অভিনয়ের প্রশংসা করছিলেন।’ মনোজ স্মৃতিচারণ করে বলেন, তখন কেউ লিখেছিল, ‘এবার ‘সত্য’(১৯৯৮)  ‘ভাইয়া জি’ মনোজের ১০০তম ছবি। এ ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৪ মে। মনোজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জোরাম’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments