Home শীর্ষ খবর ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

দখিনের সময় ডেস্ক:
রাসেলস ভাইপারের আতঙ্ক যাচ্ছেই না। এবার পাবনার এক যুবক কামড় খেয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে গেছেন। ওই যুবকের নাম মো. রুবেল। শুক্রবার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামে কলাবাগানে কাজ করার সময় তাকে ছোবল দেয় বিষধর রাসেলস ভাইপার।
এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে হয়। মৃত সাপ একটি বস্তায় ভরে হাসপাতালে হাজির হন তিনি। সাপের কামড়ের শিকার রুবেল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাংবাদিকদের রুবেল বলেন, সকালে কলাক্ষেতে কাজ করছিলেন তিনি। হঠাৎ তাকে সাপে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে যান। সাপেড় কামড় খেয়ে প্রথমে আতঙ্কে পড়ে গেলেও চিকিৎসা শুরু পর থেকে ভালো বোধ করছেন বলে জানান রুবেল। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিসক বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসামাত্র রুবেলের চিকিৎসা শুরু হয়। বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
‍উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশে প্রায় সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এরমধ্যে কালাচ বা কেউটের ছোবলে সবচেয়ে বেশি মানুষ মারা যান বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে এসিআই মোটরস

দখিনের সময় ডেস্ক: এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইয়ামাহা বিভাগ লজিস্টিক অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬...

এত কম দামে আইফোন!

দখিনের সময় ডেস্ক: আইফোন প্রেমীদের জন্য সুখবর। অনেক ছাড়ে আইফোন ১৫ সিরিজ এবার পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তবে শুধু আইফোনই নয়, ছাড় পাবেন অন্যান্য কোম্পানির মোবাইলেও।...

কাজুবাদাম খেলে ওজন বাড়ে? যা বলছেন পুষ্টিবিদরা

দখিনের সময় ডেস্ক: পোলাও কিংবা পায়েস, কাজুবাদাম দিলেই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। কাজুবাদাম খেলে ওজন বাড়ে— অনেকেরই এমন ধারণা রয়েছে। পুষ্টিবিদরা বলছেন, কাজুবাদামে গ্লুকোজ বা...

বরিশালে গোয়েন্দা শাখার অভিযানে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিলসহ আটক ০১ জন।

দখিনের সময় ডেস্ক: বরিশ‍াল নগরীতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। এসময় তার কাছ থেকে উদ্ধার করা...

Recent Comments