Home শীর্ষ খবর প্রধান উপদেষ্টার বাসভবনে চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধি দল, বয়সসীমা ৩৫ করার দাবি

প্রধান উপদেষ্টার বাসভবনে চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধি দল, বয়সসীমা ৩৫ করার দাবি

দখিনের সময় ডেস্ক:
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে এর আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যান। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের থাকতে দেওয়া হবে না। আন্দোলনের ফলে দিনভর যমুনার সামনের সড়ক বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নৌ-পরিবহন সচিব হলেন ড. মতিউর রহমান

দখিনের সময় ডেস্ক:  নৌ-পরিবহন সচিব হয়েছেন ড. এ কে এম মতিউর রহমান। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে চেয়ারম্যান, বিআইডব্লিউটিস ‘র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন...

শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, যেতে হচ্ছে না জেলে

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সোমবার (৩০...

ভয়াবহ খবর দিলেন নির্বাচন কমিশন সচিব

দখিনের সময় ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, দ্বৈত ভোটার হবার ক্ষেত্রে অনেকে পায়ের আঙুলের ছাপ দেয়। এ ধরনের দুর্নীতি-অনিয়ম মানা হবে না।...

সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার, জানালেন প্রেস সচিব

দখিনের সময় ডেস্ক: পুরোদমে সংস্কার শুরু করার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আরেকদফা আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

Recent Comments