Home বিনোদন বিচ্ছেদের ভালো দিক রয়েছে : নীলাঞ্জনা

বিচ্ছেদের ভালো দিক রয়েছে : নীলাঞ্জনা

দখিনের সময় ডেস্ক:
বেশ কয়েক মাস ধরে টালিউডে আলোচনার কেন্দ্রে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতি। আলোচনাটি হচ্ছে, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তাদের কেউই বিষয়টি ঘোষণা করেননি।
বেশ কয়েক মাস ধরেই এক ছাদের তলায় থাকছেন না যীশু-নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনও মুম্বাই আবার কখনও কলকাতা থাকছেন নীলাঞ্জনা। ইন্ডাস্ট্রির সহশিল্পীরাও চেষ্টা করে যাচ্ছেন তাদের কলহ মিটমাট করতে। তবে দুই নদীর পানি যে আর সহসাই এক হচ্ছে না, তা আকারে-ইঙ্গিতে হলেও বুঝিয়ে দিচ্ছেন নীলাঞ্জনা। ঠিক যেমন নীলাঞ্জনা বললেন, জীবনের বড় একটা ক্ষতি হলেও কোনো একটা কিছু ভালো হয়েছে।
এক সময় নিজেকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যীশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন। সংসার ও দুই মেয়েকে নিয়ে কাটে একটা সময় পর্যন্ত। তারপর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন। শোনা যায়, অভিনেতাকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়েছেন নীলাঞ্জনাই। কিন্তু সেই সম্পর্কই নাকি এখন ভঙ্গুর। যদিও এই মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে চুপ দুই পক্ষই।
যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নীলাঞ্জনা একাই যে সব দিক সামলাচ্ছেন, তা স্পষ্ট করছেন। অন্যদিকে, প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু। তবে সেনগুপ্ত পরিবারের অন্দরে যে বড় পালাবদল ঘটেছে সেই ইঙ্গিত দিলেন তারকা-পত্নী। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে নীলাঞ্জনা লেখেন, ‘জীবনে ট্র্যাজেডি বা অনভিপ্রেত যখন কিছু ঘটে সাময়িক ভাবে সব কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এর ভালো দিক হল এই সময় তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো, যা একপ্রকার পুনর্জন্মের মতো।’সম্প্রতি নিজের দুই মেয়ের নামে প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা। নিজের পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে বিভিন্ন পডকাস্টে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

র‌্যাবকে কেন ব্যবহার করা হচ্ছে না?

আলম রায়হান আইনশৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন বিরাজমান, আছে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠাও। এরই মধ্যে খোদ রাজধানীতেই উদ্বেগজনক অবস্থা সৃষ্টি হয়েছে। এ দিকে আইনশৃঙ্খলা রক্ষার প্রধান শক্তি...

দেশ-বিদেশে ছাত্রলীগ নেতাদের অবৈধ সম্পদের পাহাড়

দখিনের সময় ডেস্ক: সাবেক ১৬ জন ছাত্রলীগ নেতার অবৈধ সম্পদের খবর নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে কালের কণ্ঠে। খবরে বলা হয়েছে, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস থাকলেও গত...

নয়াদিল্লিতে সেফ হাউসে আছেন শেখ হাসিনা, রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

দখিনের সময় ডেস্ক: ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্বতমানে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। লুটিয়েন্স বাংলো দেশের মন্ত্রী,...

চোখের নিচে ফোলাভাব দূর করার টিপস!

দখিনের সময় ডেস্ক: অনেকেরই চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে থাকে। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ফুলে যায়। একে ‘আই ব্যাগ’ বলা হয়ে...

Recent Comments