Home শীর্ষ খবর থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি, রাজনৈতিক দল গঠন নিয়ে গুঞ্জন

থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি, রাজনৈতিক দল গঠন নিয়ে গুঞ্জন

দখিনের সময় ডেস্ক:
থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি। এ সংক্রান্ত একটি নির্দেশনা আজ শনিবার (২ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছাত্ররা নাগরিক কমিটির মাধ্যমে রাজনৈতিক দল করবে কি না এ নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন রয়েছে।
সংগঠনটি বলেছ, ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করতে চায় তারা। এ লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গত ৮ সেপ্টেম্বর নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি।
১. জাতীয় নাগরিক কমিটির সকল থানা পর্যায়ের কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে।
২. প্রতিনিধি কমিটির সকলে থানা প্রতিনিধি নামে পরিচিতি পাবে।
৩. প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
৪. জেলা পর্যায়ের থানা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে ২১ জন এবং মহানগরের থানা কমিটি সর্বনিম্ন ৩১ জন হবে।
৫. সকল কমিটিতে সর্বনিম্ন ২৫ শতাংশ নারী, ৫ শতাংশ শহীদ পরিবার বা আহত অভ্যুত্থানকারী, ৫ শতাংশ সংখ্যালঘু, ৫ শতাংশ কৃষক, শ্রমিক শ্ৰেণি এবং এলাকাভিত্তিক সকল জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রতিনিধি কমিটি হতে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হতে হলে সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে।
৬. সর্বোপরি শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, গৃহিণী ও ধর্মীয় ক্ষেত্রে তরুণ (বয়স অনূর্ধ্ব ৫০) নেতৃত্বের সমন্বয় করতে হবে।
৬. পঞ্চাশোর্ধ সম্মানিত নাগরিকগণ একটি পরামর্শক কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করবেন।
৭. থানা পর্যায়ের কমিটিতে থাকার ক্ষেত্রে উক্ত থানার বাসিন্দা হতে হবে।
৮. আওয়ামী ফ্যাসিবাদের কোন অংশীজন বা সুবিধাভোগী কমিটিতে থাকতে পারবে না। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

দখিনের সময় ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায়...

ইসরায়েলের পক্ষে সংবাদ প্রকাশ করছে বিবিসি, নিজেদের শতাধিক কর্মীর চিঠি

দখিনের সময় ডেস্ক: গাজায় যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিবিসি ইসরায়েলের 'পক্ষপাতিত্ব করছে' বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির শতাধিক কর্মী। স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর)...

মামলা করে বিভাজন সৃষ্টি কাম্য নয়: স্থানীয় সরকার উপদেষ্টা  

দখিনের সময় ডেস্ক: সমবায়ের উদ্দেশ্য হচ্ছে একত্রে কাজ করা। মামলা-মোকদ্দমা করে বিভাজন সৃষ্টি কাম্য নয়৷ একতাই সমবায় আন্দোলনের মূল চালিকাশক্তি, বিভাজন নয়। তিনি বলেন, সমবায়...

এবার কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা দাবি পেশ

দখিনের সময় ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। শনিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব...

Recent Comments