Home শীর্ষ খবর শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

দখিনের সময় ডেস্ক:
সুন্দরবনে শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকে ১০ হাজার জেলে মাছ ধরা ও শুকানোর কাজে নেমে পড়েছেন। শুষ্ক মৌসুমে জেলেরা বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংলগ্ন নদী থেকে ধরে এনে প্রচুর পরিমাণে মাছ শুটকি বানান। রূপচাঁদা, লইট্যা, ছুরি খলিসাসহ প্রায় ৮৫ প্রজাতির মাছ এবং বিভিন্ন ধরনের চিংড়ি সুন্দরবনে শুকিয়ে প্রক্রিয়াজাত করা হয়।
সুন্দরবনের দুবলারচর, চাপড়া খালিস, আলোরকোল, মেহের আলী, মাঝির কিল্লা, শেওলার চর, কোকিলমনি, কবরখালী, নারকেল বাড়িয়া, বড় আম্বেরিয়া, মানিক খালি ও ছোট আম্বেরিয়ায় এলাকায় মাছ শুটকি করা হয়। দুবলার চরের জেলে মোহাম্মদ আলী জানান- সূর্যোদয়ের আগেই তারা মাছগুলোকে জাল থেকে বের করেন এবং শুটকি হিসেবে প্রক্রিয়াজাত করতে রোদে শুকাতে দেন।
আরেক জেলে রুহুল আমিন জানান, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরগুনা ও বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার হাজার-হাজার জেলে মাছ শুকানো ও প্রক্রিয়াজাতকরণের জন্য এখানে অস্থায়ী ঘর তৈরি করেন। তিনি জানান, অমাবস্যা ও পূর্ণিমায় বেশি মাছ পাওয়া যায়। এখানে তারা ৩১ মার্চ পর্যন্ত সামুদ্রিক মাছগুলো এনে শুকিয়ে নেবেন। এই শুটকিগুলো সরাসরি কুয়াকাটা, কক্সবাজার ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে পাঠানো হবে।
দুবলারচরের জেলে সংগঠনের সভাপতি কামাল আহমেদ জানান, এ বছর অন্তত ৯৮৫টি বাড়ি, ৫৭টি ডিপো ও ৯৩টি দোকান স্থাপনের অনুমতি দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. খলিলুর রহমান বলেন, মোংলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দুবলার চর মৎস্য গ্রামে মাছ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য ১৩টি কেন্দ্র রয়েছে। মাছ শুকিয়ে সংরক্ষণ ও বিক্রির জন্য মৎস্যজীবী ও ডিপোর মালিকরা ওখানে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কিছুদিন পর দেখা যায় সব সবই মিথ্যা: পূজা

দখিনের সময় ডেস্ক: নবাগত নায়িকার পূজা চেরীর সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই তাদের এই সম্পর্কের শুরু। যা বছরখানেক আগেই চলচ্চিত্রপাড়ায়...

৭০ শতাংশ সঞ্চয়পত্র ধনীদের হাতে

দখিনের সময় ডেস্ক: নিম্ন ও মধ্যবিত্তদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সঞ্চয়পত্রে উচ্চ সুদ দিচ্ছে সরকার। জনগণের করের টাকায় দেওয়া এই সুদের সিংহ ভাগই খাচ্ছেন...

সঞ্চয়পত্র থেকে তিন মাসে ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দখিনের সময় ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যেখানে...

শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

দখিনের সময় ডেস্ক: সুন্দরবনে শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকে ১০ হাজার জেলে মাছ ধরা ও শুকানোর কাজে নেমে পড়েছেন। শুষ্ক মৌসুমে...

Recent Comments