Home বিনোদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা

দখিনের সময় ডেস্ক:
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। ছোট পর্দা বড় পর্দা—দুটিতেই সফল তিনি। অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে ইদানীং বারবার সেই চেনা ইমেজ ভেঙেচুরে একেবারে নতুনভাবে ধরা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব হয়েছেন তিনি। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। তেমনই এবার দক্ষিণ ফ্রান্সের উপকূলে, সমুদ্রের একেবারে কোল ঘেঁষে অবস্থিত আদুরে শহর ক্যাসিস নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন অপরাজিতা। তুলে ধরলেন সেই জায়গায় কাটানো এক টুকরো স্মৃতি।
ছোট্ট একটা শহরের বর্ণনা যে এমন ভাবে করা যায়, তা অনেকেই হয়তো ভাবতে পারবেন না। অভিনেত্রীর মন ছুঁয়ে যাওয়া সেই শহরকে তিনি ‘কিশোরী তন্বীর মতো গড়ন’ রূপে বর্ণনা করেছেন। অপরাজিতা কথায়, বৃহৎ হওয়ার গরিমা নেই, তাই ছিমছাম হওয়ার লাবণ্য এসেছে খুব সহজেই। এই শহর যেন সে কথাই বলে যাচ্ছে প্রতিক্ষণে।  সব মিলিয়ে ক্যাসিসকে যেন ভুলতেই পারছেন না অভিনেত্রী। তাই অপরাজিতা লিখেছেন, ‘যা পেয়েছি সেই রসদ যে স্মৃতির চেয়েও সত্যিই বেশি।’ তিনি লিখেছেন, ‘ছোট ছোট পাথুরে ঘরবাড়িগুলো যেন মোম রঙে সাজানো জলছবি। পাথর বাঁধানো রাস্তা থেকে যেদিকে দু’চোখ যায়, শুধু নীল আর নীল। সমুদ্রের নীল আর আকাশের নীল মিলেমিশে একটা নীলাভ স্বপ্নের ছায়া শহরটার মুখের উপর। পাটভাঙা রোদ্দুরে গা ধুয়ে নিতে পারো সহজেই।’
শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এই শহরের বুকে বাণিজ্যও যেন এক অন্য রূপ নিয়েছে বলে মত অপরাজিতার। অভিনেত্রীর ভাষ্য, ‘এক পা, দু’ পা এগোলেই ছোট ছোট ক্যাফেদের কলতান, আন্তরিকতার গন্ধে ভরা ধোঁয়া ওঠা কফির কাপ। কী বলেছিল সেই সব পেয়ালার অবসর আজও মনে আছে, আবার এসো কিন্তু আমায় ভুলো না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢালাও মামলায় সরকার বিব্রত : আইন উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষের করা ঢালাও মামলায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ...

লাজ ফার্মায় নিয়োগ

দখিনের সময় ডেস্ক: দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ...

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

দখিনের সময় ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এই কারণে মেটা মালিকানাধীন অ্যাপটিকে হ্যাকাররা বারবার টার্গেট করে। ফলে মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির...

কখন বুঝবেন চাকরি ছেড়ে দেওয়া প্রয়োজন?

দখিনের সময় ডেস্ক: কাজের পরিবেশ নেতিবাচক হলে সেখানে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে ওঠে। অতিরিক্ত পরিশ্রম, অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের অভাব বা একটা...

Recent Comments