Home বরিশাল পারলে আমার নামে নিউজ করেন: সাবেক কাউন্সিলর মিতু

পারলে আমার নামে নিউজ করেন: সাবেক কাউন্সিলর মিতু

দখিনের সময় ডেক্স:

‘পারলে আমার নামে নিউজ করেন, আমিও দেখে নেব! আমি একজন কাউন্সিলর, আমার সাথে কথা বলবেন বুঝেশুনে। আজ সারাদিন সাংবাদিকদের ফোন রিসিভ করেছি। আর ভাললাগেনা। কথা থাকলে বাসায় আসেন।’ মুঠোফোনে এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু। এরপর তিনি ফোনটি কেটে দেন।

সম্প্রতি বিসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার মিতুর বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার ও কোতয়ালী মডেল থানার ওসির কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে বলে এক ভুক্তভোগী জানান। অভিযোগকারী আরও জানান, এর আগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এম এ পাসের জাল সার্টিফিকেট বৈধ বলে জমা দেওয়ার অভিযোগে বাদ পরা সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদা আক্তার মিতুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০১৮ সালের ৮ জুলাই একই পদে প্রতিদ্বন্দী অপর প্রার্থী তাসমিমা আহম্মেদ বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মারুফ আহম্মেদ মামলাটির তদন্ত প্রতিবেদন পাঠাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। মামলায় অভিযুক্ত মাকসুদা আক্তার মিতু বরিশাল নগরের শহীদ আলতাফ মেমোরিয়াল সড়ক এলাকার বাসিন্দা।

মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, গত ২৮ জুন বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মাকসুদা আক্তার মিতু মনোনয়নপত্র দাখিল করেন। মিতু তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএ পাসের সার্টিফিকেট জমা দেন। যা নির্বাচনের রির্টানিং অফিসার বৈধ বলে ঘোষণা করেন। কিন্তু ৪ জুলাই ওই বৈধ আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী তাসমিমা আহম্মেদ বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। ৫ জুলাই মিতুর দাখিল করা এমএ পাসের সার্টিফিকেট জাল উল্লেখ করে কলেজ থেকে প্রতিবেদন পাওয়ায় প্রার্থীর মনোনয়ন পত্রের বৈধতা বাতিল করা হয়। এ বিষয়ে গত ৮ জুলাই ‘১৮ ইং তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্ষণে “মহিলা কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতি মামালা” শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।

বরিশাল বাণীর সৌজন্যে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

দখিনের সময় ডেস্ক: নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার  শপথ নেবেন রোববার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান...

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

Recent Comments