Home জাতীয় খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’: মির্জা ফখরুল

খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক :
পুরোনা রোগের জটিলতায় অত্যন্ত অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে আজ বৃহস্পতিবার (১৭ জুন) এক অনুষ্ঠানে দলটির মহাসচিব এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা হওয়ার পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ চার বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম তার হার্টে সমস্যা তৈরি হয়েছে, তার কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে এবং তার একটা পুরোনো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়-আর্থারাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ আছেন। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ভারনারেবল আছেন।

দেশবাসীর কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। পোস্ট কোভিডের নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল খালেদা জিয়া বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতালে ভর্তির ৬ দিন পরে ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে থাকতে হয়েছে এক মাস। পরে অবস্থার উন্নতি হলে গত ৩ জুন বিশেষ কেবিন ফিরিয়ে আনা হয় তাকে। গত ১০ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি: বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড...

‍এনজিও কেন নেই সংস্কারের ধারায়?

দখিনের সময় ডেস্ক: বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে ‍এনজিও। নতুন করে আবার আলোচনায় ‍এসেছে। এনজিওগুলো কেন সংস্কারের ধারায় সংযুক্ত হয়নি? ‍এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনজিও নিয়ে...

বাজারমূল্যে বিপাকে মানুষ, বাজার বিশ্লেষকদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: চাল, শাক-সবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে আরো বিপাকে ফেলেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার বিশ্লেষকরা...

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

দখিনের সময় ডেস্ক: টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন...

Recent Comments