Home অন্যান্য নির্বাচিত খবর প্রথম স্বামীকে খুন করে পাঁচ বছর জেল খেটেছে মুন, মায়ের বিরুদ্ধে দেহ...

প্রথম স্বামীকে খুন করে পাঁচ বছর জেল খেটেছে মুন, মায়ের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ

দখিনের সময় ডেস্ক:

মা-বাবা-বোনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার পর স্বামী ও সন্তানকেও হত্যা করবেন বলে হুমকি দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেছেন মেহজাবিন ইসলাম মুন (২৪) নামে এক তরুণী। হত্যায় অভিযুক্ত মেহজাবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে মুন পুরিশকে আদ্যোপান্ত জানিয়েছেন। ফোন পাওয়ার পরপরই পুলিশ হাজির না হলে দ্বিতীয় স্বামী শফিকুল ইসলাম ও মেয়ে তৃপ্তিয়াকেও মেরে ফেলতেন মেহজাবিন।

মেহজাবিন ইসলাম মুনের প্রথম বিয়ে হয় দক্ষিণ কেরানীগঞ্জে। ওই স্বামীকেও খুন করেছিল মেহজাবিন। সেই মামলায় মেহজাবিনসহ তার বাবা-মা ও বোনের জেল হয়। পাঁচ বছর জেল খেটে তারা জামিনে ছাড়া পায়েছেন। এবার মুন আবার তিন জনকে খুন করলেন।

পরিবারের সবার প্রতি সর্বনাশা ক্ষোভ থেকে গত শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর সকালে জাতীয় জরুরি সেবার হটলাইনে ফোন করে ওই তরুণী বলেন- ‘তিনজনকে খুন করেছি, তাড়াতাড়ি আসেন, তা না হলে আরও দুজনকে (স্বামী-সন্তান) খুন করব।’রাজধানীর কদমতলীতে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে অচেতন করে। এরপর খুন করে।

নিহত মাসুদ রানা প্রবাসে ছিলেন। তিন মাস আগে ওমান থেকে ফিরে কদমতলীর মুরাদপুর এলাকার ওই বাসায় স্ত্রী, দুই মেয়ে ও বড় মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন মাসুদ রানা। মেহজাবিন জানিয়েছেন, বাবা যখন প্রবাসে ছিলেন, তখন তার মা দুই মেয়েকে দিয়ে দেহব্যবসা করাতেন। এসব নিয়ে প্রতিবাদ করেছিলেন মেহজাবিন। কিন্তু কোনো ফল হয়নি। তার বিয়ের পর ছোট বোনকে দিয়ে এ ব্যবসা চালাচ্ছিলেন। এর মধ্যে তার স্বামী ছোট বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া মেহজাবিনের বাবা মাসুদ রানা ওমানে আরেকটি বিয়ে করেছেন। এসব মিলিয়ে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকে পরিবারের সবাইকে হত্যার পরিকল্পনা করেন মেহজাবিন।

পরিকল্পনা অনুযায়ী বেড়ানোর ছুঁতোয় বাসায় এসে শুক্রবার রাতে কৌশলে পরিবারের পাঁচ সদস্যকে চায়ের সঙ্গে চেতনানাশকজাতীয় কিছু খাওয়ান মেহজাবিন। এতে সবাই অচেতন হয়ে যায়। এর পর তিনি সবার হাত-পা রশি দিয়ে বেঁধে মা-বাবা ও বোনকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে খুন করে স্বামী-সন্তানকেও হত্যা করতে উদ্যত হন। সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ দ্রুত না পৌঁছলে স্বামী ও সন্তানকেও মেরে ফেলার হুমকি দেন মেহজাবিন। ঘটনাস্থল থেকে সংকাটাপন্ন অবস্থায় মেহজাবিনের স্বামী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মেহজাবিনের স্বামী শফিকুল জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই ধারণা করতে পারছেন না। শফিকুল ইসলাম বলেন, মেহজাবিনের সঙ্গে শ্বশুরবাড়ির কারও সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাদের মধ্যে কলহ চলত। মেহজাবিন বেশ কয়েক মাস ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। কাজ থেকে বাসায় ফিরে তাকে পাওয়া যেত না। তালা মারা থাকত বাসা। কারণ জিজ্ঞেস করলে উচ্ছৃঙ্খল আচরণ করত। বৃহস্পতিবারও ঝগড়া করে তার বাবার বাড়ি চলে আসে। যদিও হত্যাকান্ডের পেছনে মেহজাবিনের স্বামী শফিকুলকে দায়ী করছেন নিহতদের পরিবারের স্বজনরা।

নিহত মৌসুমী ইসলামের বড় বোন জাহানারা বলেন, মেহজাবিনের ছোট বোন মোহিনীর সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল। এ জন্য তাদের পরিবারে ঝগড়া হতো। তবে শুক্রবার কী ঘটেছিল, তা আমি জানি না। তবে আমাদের ধারণা, পরকীয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

এদিকে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি আরও জানান, মেহজাবিনের একার পক্ষে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রেপ্তার এ তরুণীর কাছ থেকে এ কা- সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। যেহেতু সম্পত্তির বিষয় রয়েছে, তাই মেহজাবিনের স্বামীকেও সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে সব বেরিয়ে আসবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

Recent Comments