Home বরিশাল উদ্যোগের হয়ে ছিন্নমূলদের খাওয়ালেন বিএমপি’র উপ-কমিশনার মঞ্জুর রহমান

উদ্যোগের হয়ে ছিন্নমূলদের খাওয়ালেন বিএমপি’র উপ-কমিশনার মঞ্জুর রহমান

দখিনের সময ডেস্ক:

তৃতীয় দফায় দেশব্যাপী চলমান কঠোর বিধি-নিষেধের ১১ তম দিনেও বরিশালের ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে গণমাধ্যমকর্মীদের সামাজিক সংগঠন “উদ্যোগ”। রোববার রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকায় নদী বন্দরে তিন শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা।

১১ তম দিনে গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও উত্তর বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান- পিপিএম (বার)।

রোববার রাতে তিনি নিজে নদী বন্দর এলাকায় উপস্থিত থেকে ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের এমন উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরে আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, বরিশালের সংবাদকর্মীরা বিনা স্বার্থে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি স্বচ্ছল মানুষেরই উচিৎ এ ধরনের কাজে নিজেদের নিয়োজিত করা। দেশের এই পরিস্থিতিতে অভুক্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালে কোন মানুষই না খেয়ে থাকবে না।

খাদ্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মতবাদ এর সম্পাদক এবং গণমাধ্যমকর্মীদের সামাজিক প্ল্যাটফর্ম “উদ্যোগ” এর প্রধান পৃষ্ঠপোশক এস.এম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সহ-সভাপতি রাহাত খান,

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার মইনুল ইসলাম সবুজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেয়েদী, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলানিউজ এর মুশফিক সৌরভ, বরিশালের কথার বার্তা সম্পাদক আল আমিন জুয়েল, নিউজ বাংলার তন্ময় তপু, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নরেন্দ্র মোদির দেয়া স্বর্ণের মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার...

এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‘আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ...

সার্বিকভাবে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে: উপদেষ্টা সাখাওয়াত

দখিনের সময় ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্র্বতী সরকারের বস্ত্র, পাট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সার্বিকভাবে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে। অনেক...

ভারতে মাদ্রাসার জন্য অর্থ সাহায্য বন্ধের পরামর্শ

দখিনের সময় ডেস্ক: ভারতে রাজ্যগুলিকে মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করার পরামর্শ দিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে এ...

Recent Comments