Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি মিশুর ডিজে পার্টি ছিলো শিকারকে জিম্মি করার ফাঁদ!

মিশুর ডিজে পার্টি ছিলো শিকারকে জিম্মি করার ফাঁদ!

দখিনের সময় ডেস্ক:

রাজধানীর গুলশান-বনানীসহ অভিজাত এলাকায় ডিজে পার্টিসহ নানা ধরনের আসর বসাতেন শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১)। এসব পার্টিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য নিয়ে আসতেন মডেলসহ সুন্দরী তরুণীদের। গোপনে ধারণ করে রাখতেন বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও। পরবর্তী সময় সেগুলোই ব্যবহার করতেন ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে। সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।

গ্রেপ্তারকৃত মিশু হাসান মডেল পিয়াসা মাহবুবের বন্ধু। র‌্যাব জানিয়েছে, তারা একই সিন্ডিকেটের সদস্য। মিশুর কাছ থেকে জব্দ মোবাইল ফোন ও ল্যাপটপে পাওয়া গেছে আপত্তিকর অনেক ছবি ও ভিডিও। তিনি ব্যবহার করেন ১৫ কোটি টাকা দামের ফেরারি গাড়ি। এ ছাড়া দুটি রেঞ্জ রোভার, ভক্স ওয়াগনের মতো বিলাসবহুল গাড়িসহ মিশুর বিলাসী জীবনের চিত্র দেখে অবাক হয়েছেন র‌্যাব কর্মকর্তারাও।

মিশু হাসান ইতিপূর্বে বিভিন্ন মামলায় তিনবার গ্রেপ্তার হয়েছিলেন। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সঙ্গে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীরও যোগাযোগ রয়েছে। মিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি, অস্ত্র আইনে একটি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি এবং অবৈধভাবে ব্রাহ্মা জাতের গরু ব্যবসার জন্য আরও একটি মামলা করা হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসানকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এদিকে বনানীর বাসা থেকে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, এর আগে গ্রেপ্তার মিশু হাসান ও তার সহযোগী মো. মাসুদুল ইসলামের অপকর্মের হোতা এই রাজ।

র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাজধানীর গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টির নামে মাদক সেবনসহ নানা অনৈতিক ‘কর্মকা-’ সম্পর্কে জানতে পারে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা এলাকা থেকে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, ছয় রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি ফেরারি গাড়ি, সিসার সরঞ্জামাদি, দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং সাড়ে ৪৯ হাজার ভারতীয় জালমুদ্রা জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments