Home সারাদেশ বিনাটিকিটে ট্রেন ভ্রমণ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

দখিনের সময় ডেস্ক : 

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৩০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক বিভাগের ভ্রাম্যমাণ আদালত।  এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত রেলওয়ের পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ৬টি আন্তঃনগর ট্রেনে আকস্মিকভাবে পরিচালনা করা হয় অভিযান। এ ছাড়া টিকিটবিহীন প্রায় এক হাজার যাত্রীকে ট্রেনে চড়তে না দিয়ে রেলস্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

এদিন যেসব স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলো হচ্ছে— খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, সান্তাহার, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পোড়াদহ জংশন। এতে রাজশাহী-ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং ঢাকা-দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে চলাচলরত সব ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ রয়েছে। ট্রেনের আসন সংখ্যার সমানসংখ্যক টিকিট বিক্রয় করা হচ্ছে।

যে সব যাত্রী টিকিট ব্যতীত ভ্রমণ করার জন্য স্টেশনে এসেছেন, তাদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক স্টেশনের চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা না থাকায় কিছু যাত্রী টিকিট ব্যতীত ট্রেনে উঠে পড়েন। এ সময় ছয়টি আন্তঃনগর ট্রেনের ৩৩০ যাত্রীর কাছে থেকে ভাড়াসহ জরিমানা বাবদ এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা আদায় করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments