Home সারাদেশ কোন পুলিশ সদস্য দায়ীত্ব পালনে ব্যর্থ হলে শাস্তির আওতায় আসতে হবে: বিএমপি...

কোন পুলিশ সদস্য দায়ীত্ব পালনে ব্যর্থ হলে শাস্তির আওতায় আসতে হবে: বিএমপি কমিশনার

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন (বিপিএম) বার বলেছেন, আমাদের কোন পুলিশ সদস্য দায়ীত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয় তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। মানবিক দৃষ্টি নিয়ে দূর্নীতি মুক্ত থেকে মানুষের দৌড়গোড়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সেবা পৌছে দেয়া হবে। তিনি বরেন, বিট পুলিশ নগরীতে একটি মডেল হয়ে কাজ করবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতয়ালী মডেল থানাধীন নগরীর (২০ নং) ওয়ার্ড বিএম কলেজ বৈদ্যপাড়া ৩৫ নং বিট পুলিশিং কার্যলয় উদ্ধোধনী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন বিএমপি কমিশনার।
প্রধান অতিথি পুলিশ কমিশনার আরো বলেন, আমরা ১শত ৯৭ বিটে ভাগ করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে সাব ইন্সেপেক্টর ও পুলিশ সদস্য দায়ীত্ব পালন করবে এখন থেকে এলাকাগত সমস্যা নিয়ে আপনাদের থানায় যেতে হবে না। আজকের পর থেকে বিট পুলিশ সদস্যরা এলাকা ভিত্তিক অপরাধীদের চিহ্নিত করা সহ সকল ধরনের অপরাধ নিমূল করার কাজ করে যাবে এক্ষেত্রে এলাকাবাসী নিজস্ব শান্তি বজায় রাখার জন্য বিট পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকল নাগরীকদের প্রতি আহবান জানান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানা ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম) ও ৩৫নং বিট পুলিশিং কার্যলয়ের দায়ীত্বপ্রাপ্ত এস আই প্রলয় দাস। অনুষ্ঠান সঞ্চলনা করেন কোতয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সহকারী পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার ইনচার্জ অফিসার গণ। এর পূর্বে প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন আকাশে অবমুক্ত করেন। পড়ে ৩৫নং বিট পুলিশিং কার্যলয়ের ফলক উম্মোচন দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্ধোধন করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন (বিপিএম) বার বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমরা সেই বিট্রিশ ও পাকিস্তানী পুলিশ সদস্য নই। আমাদের পুলিশ বাহিনী সদস্যরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান রাষ্ট ও জনগনের নিরাপত্তার চাহিদা পুরন করে সমাজের মৌলিক শান্তির চাহিদা পুরন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ যেন সেবা জনগনের কাছাকাছি নিয়ে যাবার লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের লক্ষ নিয়ে কাজ শুরু করেছি। আজ থেকে এলাকায় এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও শিশু নির্যাতন সহ বাল্যবিবাহের মত জগন্যতম কাজে বিট পুলিশকে আপনারা শান্তির জন্য সহযোগিতা করবেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন পিপিএম )সেবা)’র সভাপতিত্বে এখানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, প্রফেসর (অবঃ) মোঃ হানিফ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম। এখানে নাগরীকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক অধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, কাশিপুর খ্রিস্টানপাড়া সাধারন সম্পাদক রবিন ভল্লব, প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments