Home সারাদেশ গরু-ছাগলের জন্য ৩১ লাখ টাকার সেতু

গরু-ছাগলের জন্য ৩১ লাখ টাকার সেতু

দখিনের সময় ডেস্ক : 

ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকায় ৬ বছর আগে ৩১ লাখ টাকা ব্যয়ে ৩৯ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। অপ্রয়োজনে অযত্ন অবহেলায় সেতুটি পড়ে আছে। এরই মধ্যে সেতুর র‌্যালিংয়ের কোন কোন স্থানে পলেস্তারাও খসে পড়ছে। সেতুটি কোন কাজেই লাগেনি মানুষের।

কোন প্রয়োজনে, কেন সেতুটি নির্মাণ করা হলো। এখনও বুঝে উঠতে পারেনি এ এলাকার মানুষ। সড়কের কয়েক গজ পরেই ছোট একটি নালার ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতুর অপর প্রান্তে আর কোন সড়ক নেই। শুধু ঘাস আর ক্ষেত। সেতুটি গরু-ছাগল চড়ানো ছাড়া অন্য কোন প্রয়োজন পড়ে না।

জানা গেছে, ময়মনসিংহ নগরীর ঢাকা-ফুলবাড়িয়া বাইপাস সড়কের শিকারিকান্দা এলাকায় ২০১৪-১৫ অর্থবছরে সদর উপজেলার বয়ড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ৩৯ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় ছিল ৩১ লাখ ১৭ হাজার ৪৮২ টাকা।

শতাব্দী নামে একটি আবাসন প্রকল্পের জন্য সেতুটি নির্মাণ করা হলেও পরে সেই আবাসন প্রকল্পটি আর হয়নি। সেই আবাসিক প্রকল্পে রাজনৈতিক এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সম্পৃক্ততা ছিল। সেতুটির নামফলক থেকে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জের মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার এই সেতু নির্মাণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটা বানানো হয়েছিল একটি আবাসিক প্রকল্পের সুবিধার্থে। কিন্তু আবাসিক প্রকল্পটা না হওয়ায় ব্রিজটা আমাদের কাজে লাগে না। কারণ ব্রিজের পরে আর কোন রাস্তা নেই। তবে ঘাস থাকায় অনেকেই সেখানে গরু-ছাগল চড়াতে যায়।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা আরটিভি নিউজকে জানান, এই সেতু সম্পর্কে তিনি কিছুই জানেন না। কারণ তার সময়ে সেতুটি তৈরি হয়নি।

সেতুটি নির্মাণ কাজের তদারকিতে ছিলেন তৎকালীন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কিল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন।

তিনি জানান, তিনি সেতুটির প্রস্তাবনা পাঠাননি। শুধু সেতুটির বাস্তবায়ন করেছেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, সেতুটি জনগুরুত্বপূর্ণ না। তারপরও সেতুটি অনুমোদন পায় আবাসন প্রকল্পের সংশ্লিষ্ট লোকজন আর প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজনীতিকদের মাধ্যমে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, মানুষের কাজে লাগে এমন জায়গায় সেতু নির্মাণ করা হয়। যেখানে মানুষের চলাচল থাকবে, পানি নিষ্কাশন বা কৃষকের কাজে লাগবে। সেখানে কেন সেতুটি করা হলো তার বোধগম্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments