Home অন্যান্য করোনা ভাইরাস শেবাচিমের করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্যের কোটায়

শেবাচিমের করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্যের কোটায়

দখিনের সময় ডেস্ক : 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমেছে। এতে দীর্ঘ সাড়ে ৩ মাস পর স্বস্তি ফিরেছে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে। এতে খুশি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

তবে শনিবারও ( ৪ সেপ্টেম্বর ) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭৬ জন। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ শতাংশ থেকে কিছুটা ওঠানামা করছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় কোনও রোগী মারা যায়নি। গত ঈদুল ফিতরের পরদিন ১৫ মে রোগী মৃত্যু শূন্য ছিল শেবাচিমের করোনা ওয়ার্ডে। ১৬ মে থেকে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ২৩ রোগীর মৃত্যু হয়েছিল শেবাচিমের করোনা ওয়ার্ডে। এক কথায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল শেবাচিমের করোনা ওয়ার্ড। ৩শ’ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ৩৫৩ জন রোগী।

সাড়ে ৩ মাস পর শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বনিম্ন ৭৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন করোনা শেবাচিমের ওয়ার্ডে। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যবে গত শুক্রবার রাতে সব শেষ রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৪ ভাগ।

এর আগে বৃহস্পতিবারের রিপোর্টে ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ, রবিবার ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ এবং শুক্রবার ২০.৭০ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments