Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকিয়ে পাচারের চেষ্টা, বিএমপি'র চেকপোস্টে আটক ৪

তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকিয়ে পাচারের চেষ্টা, বিএমপি’র চেকপোস্টে আটক ৪

দখিনের সময় ডেস্ক :

বরিশালে প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে করে আনা ৯০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়নের মোঃ জিন্নুর বিশ্বাসের ছেলে বেনজির বিশ্বাস (৪০), একই জেলার শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীপাড়া উপজেলার শলিয়া বাকপুর গ্রামের মিয়াবাড়ির মৃত হাচান আলীর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি পুলিশ চেকপোস্টে এয়ারপোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছিলেন। এরই মধ্যে ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রঙের প্রাইভেটকার রামপট্টি পুলিশ চেকপোস্টে পৌঁছায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা গ্রেপ্তারকৃত ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেন। এতে পুলিশ সদস্যদের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে প্রাইভেটকারের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে লুকানো ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মিডিয়া সেল সূত্রে আরো জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ হতে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাও রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্ধীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

Recent Comments