Home সারাদেশ ভোলার আমন চাষীরা বিপাকে, অনেক জমি অনাবাদি

ভোলার আমন চাষীরা বিপাকে, অনেক জমি অনাবাদি

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন ॥

কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে বছর জুড়ে রেখেছে নানা কর্মসুচি। কৃষিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের কৃষি বিভাগও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কিন্তু, এ বছর অবিরাম বৃষ্টি ও জলোচ্ছ্বাস কৃষি খাতকে যেন বেকায়দায় ফেলেছ। এখন চলছে আমন মৌসুম। কিন্তু চারা( জালা) সংকটে ভূগছে ভোলার বোরহানউদ্দিনের চাষীরা। বিপাকে পড়ার আশংকা প্রকাশ করছেন বর্গাচাষীরা।

বেশি দামেও মিলেছে না চারা। সরেজমিনে ঘুরে জানাযায়, বর্ষা আর অমাবস্যার তিথিতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় জনপদ।অনেক জায়গায় পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় বীজতলায় আমনের চারা নষ্ট হয়ে যায়।অনেকে আগাম চারা রোপণ করে পরছে বিপাকে। এ সব দাবীংং মাঠ পর্যায়ের কৃষকদের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা।তাদের মতে,অধিকাংশ কৃষক জলোচ্ছ্বাসের আগে আমন চারা রোপণ করে ফেলছেন।আসলে চারার বয়স বেশি হওয়ায় কম ফলনের আশংকায় তারা রোপণ কার্যে অনিহা প্রকাশ করছেন। চারা তেমন নষ্ট হয়নি। বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৮ হাজার ৫শ হেক্টর। ২ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ১৩ হাজার ৫শ ৫০ হেক্টর। চলতি সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তারা জানান। সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করলে অধিকাংশ কৃষক চারা সংকটে পুরো জমি আবাদে শংকা প্রকাশ করেন।

সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্গাচাষি হরজন আলী( ৫৫)জানান, ৪ একর জমিতে তিনি বিআর- ২২ জাতের ধান চাষের সিদ্ধান্ত নেন। সেই অনুসারে বীজতলা প্রস্তুত করেন। টানা বর্ষণ আর জলোচ্ছ্বাসে প্লাবিত হয় তার বীজতলা। নষ্ট হয়ে যায় তার অর্ধেক চারা। অনেক কষ্টে কেজি প্রতি ১৩৫ টাকা দরে তিনি চারা কিনেন।যদিও ওই চারা দিয়ে তার ৪ একর জমি আবাধ করতে পারবেন না। জালার ( চারা) অভাবে কিছু জমি অনাবাদি থাকার আশংকা প্রকাশ করে বলেন, মৌসুম শেষে জমির মালিককে একর প্রতি ১২ মন ধান দিতেই হবে।ফলন হউক কিংবা না হউক।

সাচড়া ৬ নং ওয়ার্ডের বাথান বাড়ির কৃষক শহিদুল মীর জানান, ১০ একর জমির মধ্যে জোয়ারের আগে ২ একর রোপন করি।পানিতে তলিয়ে থাকার কারনে রোপনকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বীজতলার জালা। এখন ৪৩০০ টাকার জালা কিনে চারা রোপণ শুরু করি। জালার অভাবে ১ একর জমি খিল(অনাবাদি) থাকতে পারে। প্রায় অভিন্ন কথা বললেন একই ওয়ার্ডের মাজেদ,মহিজল ও দেউলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাষি মফিজুল হক ঢালী।তারা জানান ১ কেজি ধানের জালা ২০০ থেকে ২৫০০ টাকায় কিনে তাদের জমি আবাদ করতে হবে। তারা জানায় ৫০/৬০ শতাংশ জালা নষ্ট হয়ে যায় প্লাবনে।  এ কারণে জালার সংকট।তারা আরো জানায়,খুব কম কৃষকই জালার সংকটে পুরো জমি আবাদ করতে পারবেন।অনাবাদি থাকার বিষয়টি আশংকা প্রকাশ করেন চাষী বাচ্চু, সফিজল, সফিকসহ অনেকে।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, চারা নষ্ট নয়। আসলে কৃষকরা সাধারণত ৩৫-৪০ দিন বয়সী উত্তম চারা রোপণ করতে চায়। এর বেশি বয়স হলে চারায় গিট হয়ে যায়। ওই চারায় অপেক্ষাকৃত ফসল কম হয়। কৃষকদের উদ্দেশ্য তিনি বলেন, তাদের কাছে আপদকালীন বীজ মজুদ আছে।
তারপরও, প্রকৃতি এবং ভাগ্যই যেন এখন কৃষকের শেষ ভরসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

Recent Comments