Home শিক্ষা এবার শুধু ঘাটতি পূরণ, কোনো পরীক্ষা নয়

এবার শুধু ঘাটতি পূরণ, কোনো পরীক্ষা নয়

দখিনের সময় ডেস্ক : 

স্কুলে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন-ঘাটতি নিরূপণ করা হবে। ঘাটতি অনুযায়ী তাদের করা হবে তিন ভাগ। এ স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠ-পরিকল্পনা তৈরি হয়েছে। এর আলোকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে পাঠদান।

এবার এ স্তরের শিক্ষার্থীদের শুধু ঘাটতি পূরণের কার্যক্রম চলবে। শিক্ষক ধারাবাহিক মূল্যায়ন করবেন। কিন্তু কোনো পরীক্ষা হবে না। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এ সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলছে। প্রথম দিন থেকেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে এসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।

সংস্থাটির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে মাধ্যমিক স্তরের জন্য এ ধরনের বিশেষ কোনো পরিকল্পনা করা হয়নি। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা এ প্রসঙ্গে কথা বলেন।

এসময় তিনি জানান, জানুয়ারি থেকে অনুসরণের লক্ষ্যে মাধ্যমিক স্তরের জন্য আমরা একটি ‘রিম্যাডিয়াল’ (ঘাটতি পূরণের) পাঠ পরিকল্পনা তৈরি করেছিলাম। এবার স্কুল খোলা উপলক্ষ্যে তেমন কোনো পরিকল্পনা তৈরি করা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশিকা পাঠিয়েছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখভাল করছে। তার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান চলবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে শিক্ষাক্রম ও পাঠ্যসূচির আলোকে উপযুক্ত পরিকল্পনা তৈরি করা হবে।

জানা গেছে, প্রাথমিক স্তরের জন্য ‘অ্যাক্সিলারেটেড রিম্যাডিয়াল লার্নিং’ (এআরএল) নামে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এ বছরে আর যে কটি কর্মদিবস অবশিষ্ট আছে সেগুলোকে বিবেচনায় রেখে এটি তৈরি করা হয়।

এছাড়া প্রথম ২ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীর শিখন-ঘাটতি নিরূপণে টেস্ট বা মূল্যায়ন করা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘র‌্যাপিড অ্যাসেসমেন্ট টেস্ট’ (আরএটি)। রোববারের মধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষকের কাছে পৌঁছানো হবে ।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, স্কুল খোলার পর এসএসসি ও এইচএসসি এবং পিইসি পরীক্ষার্থীদের ক্লাস সপ্তাহে ৬ দিন হবে। প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন।

রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় সামনে রেখে বৃহস্পতিবার মাউশি ৯ ভাগে ৬৩ দফা নির্দেশনা জারি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি)। এই ৯ ভাগের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ১৪ ও ৮টি অনুসরণীয় নির্দেশনা আছে।

এছাড়া শিক্ষক, অভিভাবকদের জন্য ৮টি করে, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির জন্য ৫টি এবং বাকিগুলো শিক্ষার উপজেলা, জেলা ও আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের জন্য। পৃথক আরেক নির্দেশনায় প্রতিদিন বিকাল ৪টার মধ্যে মনিটরিং রিপোর্ট পাঠাতে বলা হয়েছে মাঠপ্রশাসনকে।

পাশাপাশি মনিটরিং কমিটি গঠনের জন্য বলা হয়। উভয় নির্দেশনা মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরে জারি হয়েছে। তবে খোলার পরে পাঠ-পরিকল্পনা কী হবে- এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নির্দেশনাগুলো মাউশিও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, বিগত দেড় বছর ক্লাস বন্ধ থাকলেও ২ বছরের ঘাটতি ধরেই আগানো হচ্ছে। কেননা, গত বছরের ১৭ মার্চ স্কুল বন্ধ হয়। সাধারণত প্রথম কয়েক মাস স্কুলে লেখাপড়া হয় না। এ বছর যারা দ্বিতীয় শ্রেণিতে আছে, তারা গত বছর প্রথম শ্রেণিতে ছিল। ধরে নেওয়া হয়েছে, গত বছরও তাদের লেখাপড়া হয়নি। আবার এখন যারা প্রথম শ্রেণিতে আছে, তাদের এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লেখাপড়াই হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments