Home জাতীয় মাত্র ৪০ মিনিটে এয়ারপোর্ট থেকে গাজীপুর

মাত্র ৪০ মিনিটে এয়ারপোর্ট থেকে গাজীপুর

দখিনের সময় ডেস্ক : 

মাত্র ৪০ মিনিটে যাওয়া যাবে এয়ারপোর্ট থেকে গাজীপুর। উভয় দিকে ঘণ্টায় পরিবহন করা হবে ৪০ হাজার যাত্রী। ফলে যানজট কমবে ঢাকার রাস্তায়ও। এমন সব সুবিধার কথা চিন্তা করে নির্মাণ হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)। এরই মধ্যে প্রকল্পের ৬৩.২৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটিডের সম্মেলন কক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় তিনি জানান, সব শ্রেণির যাত্রীর কথা চিন্তা করে এই প্রকল্পে লিফট, এস্কেলেটর ও ভিআইপিদের জন্য বিশেষ সুবিধা থাকবে।২০.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিআরটি করিডোরে স্টেশন থাকবে ২৫টি। এতে একটি স্টেশন থেকে আরেকটির গড় দূরত্ব দাঁড়ায় ৮০০মিটার।

সফিকুল ইসলাম বলেন, ‘যে কোনো মানুষের পক্ষেই ৪০০ মিটার বা তার কম দূরত্ব থেকে পায়ে হেঁটেই স্টেশনে পৌঁছানো সম্ভব। এতে যানজট কমে যাবে বহুগুণ। কমবে সব ধরণের গাড়ি।’

বর্তমান যানজটের অন্যতম কারণ প্রাইভেটকার উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘গবেষণায় দেখা গেছে একটি প্রাইভেকারের বিপরীতে একটি বড় গাড়ি নামলে ৩৫শতাংশ বেশি সুবিধা হয়। তাই প্রাইভেটকার কমানোর লক্ষ্যে ভিভিআইপি যাত্রীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হবে এই মেগা প্রকল্পে।’

বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় মূলত ২০১২ সালে। এরপর থেকেই ওই অঞ্চলের মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়তে থাকে। এ বিষয়ে জানতে চাইলে সফিকুল ইসলাম বলেন, ‘ভোগান্তি হওয়ার মূল কারণ ছিল রাস্তা প্রসস্তকরণের কাজ। সেটি ৫০ শতাংশ হয়ে গেছে। বাকি ৫০ শতাংশ কাজ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। তখন আর কোনো ভোগান্তি থাকবে না। বরং সবাই বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে।

প্রকল্পটি অনেক বড়, তাই সময় একটু বেশি লাগবেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এখনো সুযোগ আছে, প্রকল্পের স্বার্থে কোনো পরামর্শ থাকলে যে কেউ জানাতে পারেন; সেটি বিবেচনায় নেয়া হবে।’

এ সময় সাংবাদিকদের ধন্যবাদ জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম। বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন সময়ে যানজট ও জনভোগান্তি নিয়ে প্রতিবেদন করার কারণেই এমন বড় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে সুবিধা পাবে সব শ্রেণির জনগণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments