Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে প্রায়ই ধরা হয় ডায়াগনস্টিক ল্যাবের দালাল, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

বরিশালে প্রায়ই ধরা হয় ডায়াগনস্টিক ল্যাবের দালাল, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

স্টাফ রিপোর্টার:

ঘাটের কাছাকাছি লোকাল লঞ্চ আসলেই একদল লোক তৎপর হয়ে ওঠে। না এরা কুলি নয়, এরা রোগী ধরার দালাল। এরা খোঁজে অসুস্থ্য যাত্রী। এরপর, আগ বাড়িয়ে যাত্রীর কাছে গিয়ে জানতে চাওয়া হয়, কোনো ডাক্তারের দরকার আছে কিনা? হ্যাঁ বললেই ভালো ডাক্তারের কথা বলে নিয়ে যাওয়া হয় রোগীকে।

অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার আর ভালো মানের ডায়াগনস্টিক ল্যাবের কথা বলে বরিশালে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষকে প্রতারিত করে চলেছে একটি চক্র। তাদের হাতে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনাও আছে। দালালরা রোগী প্রতি দুইশত টাকা পান। সম্প্রতি ধরা পড়ছে ওই চক্রের কিছু দালাল। কিন্তু আগের মতোই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে যান মূল হোতারা। এই চক্রের একজন মাইলপলক হোতা মাস কয়েক আগে করোনা আক্রান হয়ে অকারে মৃত্যু বরণ করেছেন।

কেবল লঞ্চঘাট বা বাসস্ট্যান্ড এলাকা নয়, বরিশালে বিভিন্ন চিকিৎসকের চেম্বারের আশপাশেও ওঁত পেতে থাকে রোগী ধরার দালালরা। টার্গেট সাধারণ রোগীকে ভুল বুঝিয়ে অখ্যাত চিকিৎসকের কাছে নেয়া। আর এ সবই হয় কমিশনের ভিত্তিতে। দালালরা জানান,’যাদের সঙ্গে কথা থাকে বা যে ল্যাবের সঙ্গে কথা থাকে আমরা সেখানে যেতে বলি। রোগীদেরকে বলি সেখানে ভালো ডাক্তার আছে। রোগীদের ভিজিট থেকে তাদের কাছ থেকে আমরা টাকা পাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাচিয়া ইউপির উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মো. কামাল মাতাব্বর (তালা প্রতীক)...

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

Recent Comments