স্টাফ রিপোর্টার:
ঘাটের কাছাকাছি লোকাল লঞ্চ আসলেই একদল লোক তৎপর হয়ে ওঠে। না এরা কুলি নয়, এরা রোগী ধরার দালাল। এরা খোঁজে অসুস্থ্য যাত্রী। এরপর, আগ বাড়িয়ে যাত্রীর কাছে গিয়ে জানতে চাওয়া হয়, কোনো ডাক্তারের দরকার আছে কিনা? হ্যাঁ বললেই ভালো ডাক্তারের কথা বলে নিয়ে যাওয়া হয় রোগীকে।
অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার আর ভালো মানের ডায়াগনস্টিক ল্যাবের কথা বলে বরিশালে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষকে প্রতারিত করে চলেছে একটি চক্র। তাদের হাতে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনাও আছে। দালালরা রোগী প্রতি দুইশত টাকা পান। সম্প্রতি ধরা পড়ছে ওই চক্রের কিছু দালাল। কিন্তু আগের মতোই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে যান মূল হোতারা। এই চক্রের একজন মাইলপলক হোতা মাস কয়েক আগে করোনা আক্রান হয়ে অকারে মৃত্যু বরণ করেছেন।
কেবল লঞ্চঘাট বা বাসস্ট্যান্ড এলাকা নয়, বরিশালে বিভিন্ন চিকিৎসকের চেম্বারের আশপাশেও ওঁত পেতে থাকে রোগী ধরার দালালরা। টার্গেট সাধারণ রোগীকে ভুল বুঝিয়ে অখ্যাত চিকিৎসকের কাছে নেয়া। আর এ সবই হয় কমিশনের ভিত্তিতে। দালালরা জানান,’যাদের সঙ্গে কথা থাকে বা যে ল্যাবের সঙ্গে কথা থাকে আমরা সেখানে যেতে বলি। রোগীদেরকে বলি সেখানে ভালো ডাক্তার আছে। রোগীদের ভিজিট থেকে তাদের কাছ থেকে আমরা টাকা পাই।’