দখিনের সময় ডেক্স:
ইউরোপে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে নতুন বিধিনিষেধ। এই নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থামাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার থেকে রাত ১০টার পর সব পাব, বার ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে দেশটিতে।
যুক্তরাজ্যে পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়ে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দিনে করোনায় ৫০ হাজার মানুষ সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। স্পেনে শুক্রবার থেকে নতুন ৩১ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছে দেশটি দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময় পার করছে। মাদ্রিদের সাড়ে আট লাখ মানুষের এলাকার বাইরে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
করোনা পরীক্ষা ছাড়া ফ্রান্সের সাতটি এলাকা থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এদিকে, বিধিনিষেধ শিথিল করা ভুল ছিল বলে স্বীকার করেছেন চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস। এরই মধ্যে এক কোটি জনসংখ্যার দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে।
বিশ্ব যখন নতুন করে করোনা আতংকে কাঁপছে, তখন বাংলাদেশের মানুষের মধ্যে এক রকম গাছাড়া ভাব লক্ষ করা যাচ্ছে। এমনকি বেশির ভাগ মানুষ মাক্স পরতেও অনীহা প্রকাশ করছেন। যদিও অনবরত ভাবে মানুষেকে সতর্ক করা হচ্ছে।