Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ইনস্টাগ্রামে পর্নোগ্রাফি অ্যাকাউন্ট খুলে ১৮ বছরের কম বয়সীদের ব্ল্যাকমেইল, একজন গ্রেফতার

ইনস্টাগ্রামে পর্নোগ্রাফি অ্যাকাউন্ট খুলে ১৮ বছরের কম বয়সীদের ব্ল্যাকমেইল, একজন গ্রেফতার

দখিনের সময় ডেস্ক

দেশি-বিদেশি নারী ও শিশুদের ব্ল্যাকমেইলের অভিযোগে রাজধানীতে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন ওরফে তানজিম। পরিচয় গোপন করে ইনস্টাগ্রামে ফেক আইডি খুলে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত তিনি। নানা কায়দায় মেয়ে শিশুদের (১৮ বছরের কম) নগ্ন ছবি নিতেন তিনি। এরপর সেগুলো পোস্টের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। অনেক সময় কথা মতো না চললে ওসব ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেন।
বুধবার(৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা।

তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই ফোনে বিতর্কিত ইনস্টাগ্রাম আইডিটি সচল অবস্থায় ছিল। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে বোরহান উদ্দিন ওরফে তানজিমকে দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

এসি সুরঞ্জনা সাহা জানান, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিংয়ের সময় ১ নভেম্বর ইনস্টাগ্রামের একটি আইডি থেকে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত হওয়া একজনের সন্ধান পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম আইডিটি পর্যালোচনা করে দেখা যায়, আইডিটি ভুয়া। ওই ভুয়া ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারী নিজের পরিচয় গোপন করে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত হয়ে দেশি-বিদেশি নারী ও শিশুদের ব্ল্যাকমেইলসহ হুমকি প্রদান করছেন। পরে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বোরহান উদ্দিন ওরফে তানজিম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments