Home সারাদেশ টাঙ্গাইলে তিন ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলে তিন ডাকাত গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার (১৭ই নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়ালসেতুর নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই কইল্যান হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাহাবুবুর রহমান (৩৫), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড়কাচনা গ্রামের মো. মোতালেবের ছেলে মোজাম্মেল (২২) ও নরসিংদীর  শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদি হাসান হৃদয় (২০)।

পুলিশ জানায়, বুধবার রাতে গ্রেপ্তারকৃতরাসহ ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে ধেরুয়া উড়ালসেতুর নিচে অপেক্ষা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুইদিক থেকে তাদের ঘিরে ফেলেন। এসময় ৫ থেকে ৭ জন পালিয়ে গেলেও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং হেক্সোব্লেড, ছুরি, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমানের নামে মির্জাপুর থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তারা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে বলে পুলিশ জানায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments