Home সারাদেশ তাহিরপুরে প্রথমবারের মত সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড বিতরণ

তাহিরপুরে প্রথমবারের মত সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড বিতরণ

রাহাদ হাসান মুন্না :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকে জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য,সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। রোববার (২৮ নভেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ কার্যালয় থেকে সাত ইউপি চেয়ারম্যানগনের হাতে সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড তুলে দেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ‘করুণা সিন্ধু চৌধুরী বাবুল’।

উপজেলা পরিষদের পক্ষ থেকে জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড পেলেন যারা,উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. খশরুল আলম,দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজহার আলী,উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম,বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো.আফতাব উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন,বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর জহুর।’

এ সময় তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,দক্ষিণ বড়দল ইউপি সদস্য মো.মিলন মিয়া,উত্তর বড়দল ইউপি’র (সংরক্ষিত) মহিলা সদস্য সুষমা জাম্বিল প্রমুখ। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.খশরুল আলম সম্মাননা স্বারক অ্যাওয়ার্ডের অনুভূতি জানাতে গিয়ে বলেন,দীর্ঘ পাঁচটি বছর ইউনিয়ন পরিষদে কাজ করেছি জনসেবায় বিশেষ অবদান রাখায় আজ উপজেলা পরিষদ হতে সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড পেয়েছি।এমন উদ্যোগ সত্যিই কাজ করার উৎসাহ যোগায়।প্রথমবারের মত এই মহৎ উদ্যোগটি নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,উপজেলার সাত ইউপি চেয়ারম্যানগনকে জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বারক অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।আমি উপজেলা পরিষদকে একটি ‘আলোকিত’ পরিষদ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে প্রতিদিন ব্যাতিক্রমি কিছু করার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিটল-নিলয় গ্রুপে নিয়োগ, পাবেন ভ্রমণ ও জন্মদিনের ভাতা

দখিনের সময় ডেস্ক: নিটল-নিলয় গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকেই...

অনলাইনে প্রতারণার ফাঁদ থেকে প্রতিকারের উপায়

দখিনের সময় ডেস্ক: অনলাইন ডেলিভারির নামে প্রতারণা বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রতারকরা নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণত...

এই ৫ দক্ষতা আপনাকে সমৃদ্ধ করে তুলবে

দখিনের সময় ডেস্ক: কিছু অসাধারণ ক্ষমতা আপনাকে বাকিদের থেকে আলাদা করতে পারে। এমন কিছু দক্ষতা রয়েছে যেগুলো অর্জনের মাধ্যমে আপনি সমৃদ্ধ একজন মানুষ হতে পারবেন,...

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে

দখিনের সময় ডেস্ক: তারেক রহমানের সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। ‍এ তথ্য জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (৬ অক্টোবর) সুপ্রিম...

Recent Comments