Home নির্বাচিত খবর কেউ খবর নেয়নি, কেউ খবর নেয় না ! 

কেউ খবর নেয়নি, কেউ খবর নেয় না ! 

দখিনের সময় ডেস্ক::

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান জীবনের ৬০টি বছর কাটিয়েছেন সিনেমায়। করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপনসহ অভিনয়ের বহু শাখায়। কিন্তু তার মৃত্যুর মাত্র এক বছরেই একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে ভুলতে বসেছেন তার সহকর্মীরা! তার পরিবার ক্ষোভ প্রকাশ করে জানায়, গত এক বছরে সিনেমা-নাটকের কেউ-ই তাদের খবর নেয়নি।

এটিএম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী ছিলেঅ ২০ ফেব্রুয়ারী। এদিনে প্রয়াত গুণী অভিনেতাকে নিয়ে চলচ্চিত্রের কোনো সংগঠন থেকে বড় কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। আর নাটকের সংগঠনগুলো থেকেও তেমন কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি।

প্রয়াত এই কিংবদন্তির স্ত্রী রুনি বলেন, ৬০ বছর যে মানুষটা কাজ করলো ইন্ডাস্ট্রির জন্য, মৃত্যুর এক বছরে তার পরিবার কেমন আছে? সে খবর কেউ নেয়নি। সিনেমা-নাটকের কেউ-ই না। আজকে পত্রিকাতেও তাকে নিয়ে কোনো লেখা দেখলাম না। তিনি আরও জানান, আজ পারিবারিকভাবে এটিএম শামসুজ্জামানের জন্য কোরআন খতম, এতিমদের খাওয়ানো ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে অভিষেক ঘটে এটিএম শামসুজ্জামানের। তবে সহকারী পরিচালক হিসেবে ১৯৬১ সালেই ঢালিউডে কাজ শুরু করেন তিনি। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খলনায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নন্দিত এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

Recent Comments