গাজী মো. তাহেরুল আলম:
ভোলার মেঘনা নদীতে মাছের অভয়াশ্রমে অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন। বুধবার (৩০) মার্চ রাতে দৌলতখান উপজেলা মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার শিকার মাহফুজ হাসনাইন জানান, সরকার ঘোষিত ২ মাস মাছ ধরা নিষেধ থাকায় প্রতিদিনের ন্যায় বুধবার রাত ৯টার দিকে তিনিসহ তাঁর অভিযানে থাকা অন্যান্য সদস্যদের সাথে নিয়ে মেঘনা নদীর অভিযানে যান তিনি। হঠাৎ করে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌকিঘাট এলাকা মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করা হয়। একপর্যায়ে ট্রলারটিতে থাকা জেলেরা মৎস্য কর্মকর্তার ট্রলারটিতে হামলা চালায়। হামলায় মাহফুজ হাসনাইনসহ অভিযানে থাকা আরও একজন আহত হয়।
এবিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার জানিয়েছেন, হামলা করা ট্রলারটি উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের। ট্রলারটি জব্দ করা হলেও হামলাকারী কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।