Home খেলাধূলা রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়া বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত জয়

রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়া বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত জয়

দখিনের সময় ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইমাম উল হক ও বাবর আজমের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩৪৯ রানের লক্ষ্য এক ওভার বাকি থাকতেই পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ে সিরিজ এখন ১-১ এ সমতায়।

আগে ব্যাট করতে নেমে বেন ম্যাকডরমটের সেঞ্চুরি আর ট্রাভিস হেড-মার্নাস লাবুশেনেদের ব্যাটে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৪৮ রান। পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট নিলেও রান দিয়েছেন ১০ ওভারে ৬৩। দলীয় ১ রানেই শাহিন আফ্রিদির বলে ‘গোল্ডেন ডাক’ মারেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়ে হেড ও ম্যাকডরমট। ৭০ বলে ৬ চার ৫ ছক্কায় ৮৯ রানের ইনিংস খেলে হেড ফিরে গেলেও সেঞ্চুরি পূর্ণ করেই ফিরে যান ম্যাকডরমট। ১০৪ রান করেন তিনি। শেষ দিকে লাবুশানের ৪৯ বলে ৫৯ রান এবং স্টোয়নিসের ৩৩ বলে ৪৯ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেয়।

পাহাড় সমান ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ফকর জামান ও ইমাম উল হক। উদ্বোধনী জুটিতে ১৮ ওভার ৫ বলে দু’জন তুলেন ১১৮ রান। ৬৪ বলে ৬৭ রান করে ফকর ফিরে গেলে ইমামের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বাবর আজম। দেখে শুনে দুর্দান্ত ব্যাটিং করে দুইজনই তুলে নেন সেঞ্চুরি।

২২৯ রানের মাথায় ৯৭ বলে ১০৬ করে জাম্পার বলে লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ইমাম ফিরে যান ড্রেসিং রুমে। এরপর রিজওয়ানের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন বাবর। পাকিস্তানের সংগ্রহ যখন ৩০৯ তখন ১১৪ রান করে নাথান এলিসের বলে আউট হয়ে ফিরে যান বাবর। ততোক্ষণে জয়ের রাস্তা সহজ হয়ে যায় পাকিস্তানের। শেষে রিজওয়ানের ২৩ এবং খুশদিল শাহর অপরাজিত ২৭ রান এক ওভার বাকি থাকতেই পাকিস্তানের জয় নিশ্চিত করে। অস্ট্রেলিয়ান বোলাররা তেমন সুবিধা করতে পারেনি। এডাম জাম্পা দশ ওভার বল করে ৭১ রানে নেন দুই উইকেট।

সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী ২ এপ্রিল মুখোমুখি হবে এই দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

Recent Comments