দখিনের সময় ডেক্স:
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এ দিনটিক পালন করে সেনার বিজয় দিবস হিসেবে। দিবসটিকে বিশেষভাবে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতা ফোর্ট উইলিয়ামেও আয়োজন করে নানা আনুষ্ঠানিকতা। ভারতের আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও সেনা বাহিনীর সদস্যরা।
দিবসটিকে বিশেষভাবে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনী আয়োজন করেছে নানা আনুষ্ঠানিকতা। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মিত্রশক্তি হিসেবে এগিয়ে এসেছিল ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহীদ হয়েছিলেন ভারতের প্রায় চার হাজার সেনা।
বুধবার(১৬ ডিসেম্বর) সকালে, নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সেসব বীরসেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই শহিদদের স্মরণ করা হয়। এক মিনিটের নীরবতা শেষে একে একে চারটি বিজয় মশালে আলো প্রজ্জ্বালন করেন নরেন্দ্র মোদী। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
বাংলাদেশের বিজয় যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে ভারতীয় সেনাবাহিনীও। কলকাতা ফোর্ট উইলিয়ামে ইস্টগেটে ‘বিজয় সামারোখ’ শহীদ বেদিতে ফুল দেয় ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সেনা সদস্যরা।