Home শীর্ষ খবর বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে: বিএমপি কমিশনার

বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে: বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশ জনগণ পরষ্পর বন্ধু, বর্তমান পুলিশ নারী বান্ধব, শিশু বান্ধব, জনবান্ধব পুলিশ। দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। তিনি বলেন, প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। গতকাল বৃহস্পতিবার কাউনিয়া থানার ওপেন হাউজ ডেতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, বিট অফিসার বিট এলাকায় সামাজিক নেতা, তিনি জনগণকে সাথে নিয়ে আন্তরিক প্রচেষ্টায় যাবতীয় কুকর্মের বিষবাষ্প বন্ধ করবেন। সমাজ থেকে অপরাধ নির্মূলে যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও আমাদের তথ্য প্রদান করতে পারেন। ওপেন হাউজ ডে একটি জনকল্যাণমূলক জবাবদিহি প্লাটফর্ম। কাজের স্বচ্ছতা বজায় রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘব করে ন্যায় বিচার নিশ্চিত করতে এই ওপেন হাউজ ডে। ওপেন হাউস ডের মাধ্যমে আমাদের ও উপকার হয়।

আমরা কিভাবে কাজ করলে আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সরাসরি জানা যায়। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সম্মুখে তাকে শোনা হয়। এই ওপেন হাউজ ডেতে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, আমরা যাঁরা সেবাদানে নিয়োজিত আছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে আমাদের কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে আপনারা সরাসরি উপস্থাপন করতে পারেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা তা সাধ্যমত আমলে নিয়ে সমাধান করে দিবেন। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আপনাদের সহযোগিতা কামনা করছি।

কাউনিয়া থানার ওপেন হাউজ ডেতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আজিমুল করীম, টিআই বিএমপি বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ছগির হোসেন, অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments