Home শীর্ষ খবর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ রোববার(৭ আগস্ট) হোটেল সোনারগাঁওয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এরপর আজই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক একটি চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি চুক্তি, সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ ছাড়া আরেকটি চুক্তি কী বিষয়ে হয়েছে তা জানাননি তিনি। এ ব্যাপারে শাহরিয়ার আলম বলেন, অপর একটি চুক্তির বিষয়ে লিখিতভাবে জানানো হবে।

এর আগে আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেন। দুই দিনের সফরে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরের তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রমুখ উপস্থিত ছিলেন।

সফ‌রের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়াং ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি: বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড...

‍এনজিও কেন নেই সংস্কারের ধারায়?

দখিনের সময় ডেস্ক: বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে ‍এনজিও। নতুন করে আবার আলোচনায় ‍এসেছে। এনজিওগুলো কেন সংস্কারের ধারায় সংযুক্ত হয়নি? ‍এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনজিও নিয়ে...

বাজারমূল্যে বিপাকে মানুষ, বাজার বিশ্লেষকদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: চাল, শাক-সবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে আরো বিপাকে ফেলেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার বিশ্লেষকরা...

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

দখিনের সময় ডেস্ক: টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন...

Recent Comments