Home শীর্ষ খবর বঙ্গমাতার আত্মত্যাগ খুব কমই উঠে এসেছে: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ খুব কমই উঠে এসেছে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি জাতির স্বাধীনতার জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব তার জীবনের সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য আমার মায়ের যে আত্মত্যাগ, তা খুব কমই উঠে এসেছে।

আজ রোববার সকালে ‘বঙ্গমাতা : এ প্যারাগন অব উইমেন লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে সম্মেলনটি শুরু হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। তিনি সবসময় সাহস জুগিয়েছেন। আন্দোলন-সংগ্রামের জন্য বাবা বেশির ভাগ সময় বাইরে থাকলেও কখনোই বিরক্ত করতেন না। বলতেন, ‘আমি দেখব, তুমি চিন্তা করো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নারীদের কাছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি যেমন দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, তেমনি বঙ্গবন্ধুর সংগ্রামে সমর্থন ও সহযোগিতা করেছেন। জাতির পিতাকে হত্যার পর তিনি জীবন ভিক্ষা চাননি। অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।

সংসার সামলানোর পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন-সংগ্রামে গতির সঞ্চার করেছিল বলে উল্লেখ করেন সরকারপ্রধান। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, বঙ্গমাতা সেন্টার প্রতিষ্ঠা এবং বঙ্গমাতার অবদান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মায়ের প্রতি যে সম্মান দেখিয়েছে, তার জন্য আমি গর্ববোধ করি। আমি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি: বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড...

‍এনজিও কেন নেই সংস্কারের ধারায়?

দখিনের সময় ডেস্ক: বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে ‍এনজিও। নতুন করে আবার আলোচনায় ‍এসেছে। এনজিওগুলো কেন সংস্কারের ধারায় সংযুক্ত হয়নি? ‍এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনজিও নিয়ে...

বাজারমূল্যে বিপাকে মানুষ, বাজার বিশ্লেষকদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: চাল, শাক-সবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে আরো বিপাকে ফেলেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার বিশ্লেষকরা...

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

দখিনের সময় ডেস্ক: টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন...

Recent Comments