Home প্রযুক্তি ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি

দখিনের সময় ডেস্ক:

ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপের মাধ্যমে ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি হয়েছে বলে সবাইকে সতর্ক করেছে ফেসবুক। বিভিন্ন কাজ ও সেবার প্রলোভনে ৪০২টি অ্যাপ গোপনে ব্যবহারকারীদের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগের সাইটটি।

ফেসবুকের তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর মধ্যে ৩৫৫টি অ্যান্ড্রয়েড ও ৪৭টি আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। ছবি সম্পাদনা, গেম, ভিপিএন ব্যবহার এবং স্বাস্থ্যের তথ্য জানানোর প্রলোভন দেখানো অ্যাপগুলো গুগল ও অ্যাপলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে জায়গাও করে নিয়েছিল। ফলে ব্যবহারকারীরাও নিশ্চিন্তে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করতেন।

অ্যাপগুলো নামালেই বিভিন্ন সেবা ব্যবহারের জন্য ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিতে বলে। আইডি এ পাসওয়ার্ড লিখলেই সেগুলো সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয় অ্যাপগুলো। ফলে আইডি ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্টে নজরদারি করতে পারে সাইবার অপরাধীরা।

ফেসবুকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ম্যালওয়্যরযুক্ত অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল ও অ্যাপল। তবে এখনো অনেকের মুঠোফোনেই রয়েছে অ্যাপগুলো। আর তাই নিরাপদ থাকতে মুঠোফোন থেকে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি সন্দেহজনক অ্যাপগুলো মুছে ফেলার অনুরোধ করেছে ফেসবুক।
সূত্র: এনডিটিভি, দ্য ভার্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments