Home নির্বাচিত খবর সড়ক দুর্ঘটনায় আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনায় আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত

দখিনের সময় ডেস্ক

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক হাজতিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক এসআই ও আরেক আসামি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আলিম মধুপুর থানায় একটি মামলা করেছেন।

নিহত পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম (৪৫) ময়মনসিংহ জেলার দাপুনিয়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে, সোহেল রানা (৩০) টাঙ্গাইল জেলার সিংগুড়িয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং হাজতি লালন মিয়া (২৪) জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গজারিয়াহাটা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. আজিজুল হক, কনস্টেবল নুরুল ইসলাম, সোহেল রানা ও দুজন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি লালন মিয়া ও লতিফ ওরফে মামুনকে নিয়ে মাইক্রোবাসযোগে সোমবার ঢাকার মহাখালী সিআইডি অফিসে ডিএনএ টেস্ট করানোর জন্য যান। কাজ শেষে ফেরার পথে ওই রাত আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর বাইঘাট এলাকায় এসে পৌঁছলে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় কনস্টেবল নুরুল ইসলাম ও আসামি লালন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে এসআই আজিজুল হক, কনস্টেবল সোহেল রানা ও আসামি লতিফ ওরফে মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কনস্টেবল সোহেল রানা হাসপাতালে মারা যান।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত এসআই আজিজুল হক ও আসামি লতিফ ওরফে মামুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments