Home রাজনীতি ঢাকা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, যে কোনো সময় নতুন কমিটি

ঢাকা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, যে কোনো সময় নতুন কমিটি

দখিনের সময় ডেস্ক:
বিএনপির ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এই অবস্থায় যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে।
জেলার প্রতিটি ইউনিট থেকে (থানা, উপজেলা ও পৌর) ৩২ জন করে নেতা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সবার মতামতের পর বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি করেন বলে জানান জেলার বিদায়ী সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। এই অবস্থায় যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে।
বৈঠকে আরও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সদ্য বিদায়ী জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়নি। কিন্তু ওই সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা ঢাকা জেলার কমিটি গঠনের দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেন।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, এ অবস্থায় ঢাকা জেলা বিএনপির অধীনে থাকা ১০টি ইউনিটের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরই অংশ হিসেবে প্রতিটি ইউনিট থেকে ৩২ জন নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার মতামত শোনেন। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করতে করণীয় নিয়েও সবার মতামত নেন। এরপর ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপির যে কমিটি দেবেন, সেই কমিটির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সবপক্ষ প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments