Home শিক্ষা ক্যাম্পাস ববি'তে শহীদ বুদ্ধিজীবী দিবসে ইচ্ছেফেরি'র শীতবস্ত্র বিতরণ

ববি’তে শহীদ বুদ্ধিজীবী দিবসে ইচ্ছেফেরি’র শীতবস্ত্র বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
“ভালোবাসার উঞ্চতায় মুছে যাক শীতের তীব্রতা”এই স্লোগানকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠন ইচ্ছেফেরি।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় (গ্রাউন্ড ফ্লোর) এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরফিন এবং   ট্রেজারার প্রফেসর ড. মোহম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া।
উপাচার্য অধ্যাপক  ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইচ্ছেফেরি, বরিশাল বিশ্ববিদ্যালয় একটি উদাহরণ তৈরি করেছে। মানুষের সাহায্য করার মাধ্যমেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান- শ্রদ্ধা প্রদর্শন করা যায়। তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এরকম অয়োজন করে ইচ্ছেফেরি দূরদর্শিতার পরিচয় দিয়েছে।
ট্রেজারার ড. মোহম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, সংগঠনটির কাজ ইতিবাচক ও আমাদের সকলের উচিত এধরণের কাজের প্রতি উৎসাহী হয়ে, দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসা।
এসময় আরও উপস্থিত  ইচ্ছেফেরির প্রধান উপদেষ্টা ঈশিতা হায়দার, উপদেষ্টা রিফাত ফেরদৌস, ইচ্ছেফেরির সভাপতি জান্নাতুল ফেরদৌস ইভা,সাধারণ সম্পাদক অভিক দে সাম্য সহ   ইচ্ছেফেরি ও ভলান্টিয়ার ফর হিউমিনিটির স্বেচ্ছাসেবকরা।
ইচ্ছেফেরি সম্পর্কে সভাপতি জান্নাতুল ফেরদৌস ইভার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছেফেরি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। “সুস্থ মনের শুদ্ধ চর্চা, সুন্দর হোক আগামীর পথচলা” এই স্লোগানকে ধারণ করে ইচ্ছেফেরি সমাজের, অসহায়,সুবিধাবঞ্চিত, প্রান্তিক মানুষ ও পথশিশুদের জন্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন ইচ্ছেফেরি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর থেকে আমরা চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত, অসহায় মানুষদের সাহায্য করতে। এরেই ধারাবাহিকতায় আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিছু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি, যাতে শীতের মধ্যে তারা একটু উষ্ণতা পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments