দখিনের সময় ডেস্ক:
শীতের শুষ্কতায় অনেকের ত্বকে র্যাশ ওঠে। কারো কারো ত্বকে ফুসকুড়ি দেখা যায়। এ সমস্যা থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি কিছু নিয়ম মানা জরুরি। পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের অনারারি মেডিক্যাল অফিসার ও চর্মরোগ চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন।
র্যাশ বিভিন্ন রকম হতে পারে। যেমন—ঘামাচির মতো, লালচে ছোপ, দানাদার বা ফুসকুড়ি। যেকোনো বয়সে বা যেকোনো সময়ে ত্বকে র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। শীতে কারো কারো মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।
মুখমণ্ডলে র্যাশ বা ফুসকুড়ি উঠলে বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। নানা কারণে ত্বকে র্যাশ অথবা ফুসকুড়ির সংক্রমণ হতে পারে। যেমন—
১. ত্বক পুড়ে গেলে