Home সারাদেশ ভোলায় বাড়েছে ডায়রিয়ার প্রকোপ

ভোলায় বাড়েছে ডায়রিয়ার প্রকোপ

ভোলা অফিস:

ভোলায় মৌসুম পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। হঠাৎ আক্রান্তের হার বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি সৃষ্টি হয়েছে বেড-সংকট। ফলে বেশির ভাগ রোগীকেই মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তন ও মানুষের অসচেতনতায় প্রকোপ বেড়েছে ডায়রিয়ার।

ভোলা জেনারেল হাসপাতাল প্রশাসন জানায়, প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হয়ে আসছিল। কিন্তু বুধবার (৭ এপ্রিল) হঠাৎ দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতাল ও ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন ১৩৩ জন। এই ১৩৩ জন রোগীর মধ্যে ৪১ জন শিশু; বাকিরা প্রাপ্তবয়স্ক। ভোলা জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ১০টি শয্যা বরাদ্দ থাকে। বিগত এক সপ্তাহে রোগীর সংখ্যা বাড়তে শুরু করলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে এখন প্রায় সব কক্ষেই ডায়রিয়া রোগী রয়েছে।

ভোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বেশি থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখানে ডায়রিয়ার ১০টি বেডে বর্তমানে রোগী আছে ১৩৩ জন। আর আমাদের নার্স রয়েছেন মাত্র দুজন। তবু আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, এপ্রিল মাস ডায়রিয়ায় আক্রান্তের মৌসুম। একটু অসতর্ক হলেই আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন সরবরাহ করা হয়েছে। আশা করি সহজেই এই প্রকোপ মোকাবিলা করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments